দুর্গাপুরে মোমবাতির আগুনে বসতঘর পুড়ে ছাই

নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতির আগুনে বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভুলিগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই বসতঘরের মালিক হায়দার আলী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হায়দার আলীর ঢাকায় থাকেন। ছেলে বাপ্পি এসেছেন বাড়িতে। গতকাল মঙ্গলবার রাতে বাপ্পি ঘরের টেবিলের ওপর মোমবাতি জ্বালিয়ে অন্য এক বাড়িতে রাতের খাবার খেতে যান।

এরই মধ্যে কিছুক্ষণ পর আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালাই ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নিভানোর কাজ শুরু করে কিন্তু ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মঞ্জুর ফরাজি বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে রওনা হই।

ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি কিন্তু কাছাকাছি জায়গায় পানি না থাকায় আমাদের পানি শেষ হয়ে যায়। পরবর্তীতে আবারও আমাদের গাড়ি গিয়ে পানি আনে তারপর আগুন নেভানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবার আমাদের জানিয়ে মোমবাতি জ্বালানো ছিল ঘরের ভেতর। ধারণা করা হচ্ছে ওই মোমবাতি থেকেই আগুনে সূত্রপাত হয়েছে।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ