আগামী জুলাইয়ের মধ্যেই আসন্ন জাতীয় নির্বাচনের লিখিত রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, “আমরা প্রাক-রোডম্যাপের কাজ শুরু করেছি। ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধনসহ নানা কার্যক্রম চলমান রয়েছে। জুলাইয়ের মধ্যে রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব।”
তিনি আরও জানান, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ধরে নিয়ে কমিশন প্রস্তুতি নিচ্ছে।
রাজনৈতিক সংলাপ বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, “আগস্ট-সেপ্টেম্বরে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করব। আমরা এটিকে সংলাপ না বলে মতবিনিময় বলছি। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন শেষ না হলে তারা এই আলোচনায় অংশ নিতে পারবে না। তাই আমরা চাই, যারা নিবন্ধন পাবে, তাদের নিয়েই মতবিনিময় হোক।”
নিবন্ধনপ্রত্যাশী নতুন রাজনৈতিক দল সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত তিনটি দল আবেদন করেছে এবং সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে। তবে ২০ এপ্রিল পর্যন্তই আবেদন নেওয়া হবে, সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এছাড়া ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক পার্টি-এনসিপি এখনো আবেদন করেনি কিংবা সাক্ষাতের সময় চায়নি বলেও জানান নির্বাচন কমিশনার।
এসএস/এসএন