আবারও ঝড় তুললেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া এবারের ঈদে তেমন সাড়া না পেলেও, তার আইটেম গানে দর্শকের প্রশংসা পেয়েছেন। তবে এবার সামাজিক মাধ্যমে তিনি নিজের সাহসী লুক নিয়ে হাজির হয়ে নজর কেড়েছেন।

নুসরাত ফারিয়া বর্তমানে ছুটির আমেজে আছেন এবং ভক্তদের সাথে তার মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন। সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তিনি সাদা ব্রালেট পরিধান করে সুইমিং পুলে পানি নিয়ে কিছু পোজ দিচ্ছেন। লাইট মেকআপ এবং তার সাহসী অবতার ছবির মাঝে উপস্থিত, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, “সার্ভিং লুকস, মেকিং স্প্ল্যাশেস, অ্যান্ড প্রিটেন্ডিং আই ডিড নট জাস্ট গেট মাই হেয়ার ওয়েট।”

নুসরাত ফারিয়ার এই আবেদনময়ী ছবিতে কিছু ভক্ত তার সাহসিকতা প্রশংসা করেছেন, তবে কিছু ভক্ত আবার বলছেন, “এত খোলামেলা হওয়ার প্রয়োজন নেই।” তবে, এ ধরনের সাহসী ছবি এবং ক্যাপশনের মাধ্যমে তিনি দর্শকের মাঝে এক নতুন আলোচনা শুরু করেছেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ