নেশার ঘোরে পোশাক ঠিক করতে চাইলেন অভিনেতা – অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ

সহ-অভিনেতার অস্বস্তিকর আচরণের বিরুদ্ধে মুখ খুললেন মালয়ালম অভিনেত্রী ভিন্সি অ্যালশিয়াস। তবে অভিযুক্ত অভিনেতার নাম প্রকাশ না করলেও, তিনি দাবি করেছেন— সেই ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করছিলেন যা তাকে চরমভাবে অস্বস্তিতে ফেলেছিল।

সম্প্রতি কেরালার পাল্লিপ্পুরমে একটি চার্চ অনুষ্ঠানে যোগ দিয়ে ভিন্সি বলেন, “আমি যদি বুঝতে পারি কেউ ড্রাগ খেয়ে আমার কাছে এসেছে, তার সঙ্গে কাজ করব না।” অভিনেত্রী আরও জানান, নেশাগ্রস্ত সহ-অভিনেতার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানানোয় তার ক্যারিয়ারেও প্রভাব পড়েছে— অনেক কাজ হারিয়েছেন।

এক ভিডিও বার্তায় তিনি জানান, একটি সিনেমার শুটিং চলাকালে এক অভিনেতার সঙ্গে তার অত্যন্ত খারাপ অভিজ্ঞতা হয়। তার ভাষায়, “সে মাদক নিয়েছিল এবং অস্বাভাবিক আচরণ করছিল। আমার পোশাক ঠিক করার সময় সে আমার কাছে এসে বলছিল, ‘আমি তোমাকে সাহায্য করব’— এবং সেটা সবার সামনেই।”

ভিন্সির দাবি, সেই অভিনেতার মুখ থেকে তখন ‘সাদা কিছু একটার’ নিঃসরণ হচ্ছিল, যা স্পষ্টভাবে তার নেশাগ্রস্ত অবস্থাকে ইঙ্গিত করছিল। এই ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন, ভবিষ্যতে কোনো মাদকাসক্ত অভিনেতার সঙ্গে আর কাজ করবেন না—even যদি তাতে তার কাজের পরিমাণ কমে যায়।

শেষে ভিন্সি বলেন, “সম্ভবত এই সিদ্ধান্তের কারণে আমার কাজ কমে গেছে, কিন্তু তাও আমি দৃঢ়ভাবে বলতে চাই— মাদকাসক্ত কারও সঙ্গে আমি পর্দা ভাগ করব না।”

এই সাহসী অবস্থান মালয়ালম ইন্ডাস্ট্রিতে নারীদের নিরাপদ কাজের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ