আমি বাংলাদেশি না, আমাকে বাংলাদেশি বলবেন না : টিউলিপ সিদ্দিক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইংরেজি ভাষাভাষি এক ব্যক্তির সাথে বাকবিতণ্ডা করছেন এবং তাকে বলতে শোনা যায় আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। সতর্ক হোন, ওসব ব্যাপারে আমি কিছু জানি না।

এদিকে, প্লট দুর্নীতির মামলায় বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, তিনি ভুল কিছু করেছেন, এমন কোনো প্রমাণ কোথাও নেই।

স্কাই নিউজ জানিয়েছে, সোমবার লন্ডনে নিজের বাড়ির বাইরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। তিনি বলেন, তিনি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের শিকার।”

এসএন 

Share this news on: