বৈদ্যুতিক দুর্ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে : ডিপিডিসি

বৈদ্যুতিক দুর্ঘটনার ক্ষেত্রে অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. এহছানুল হক।

বুধবার (১৬ এপ্রিল) এক বার্তায় এই তথ্য জানায় ডিপিডিসি।

এর একদিন আগে, মঙ্গলবার, ডিপিডিসির সম্মেলন কক্ষে বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেন চেয়ারম্যান। সভায় ডিপিডিসির পরিচালনা পর্ষদের পরিচালক, প্রধান প্রকৌশলী এবং মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সভায় ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে কঠোর সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।

চেয়ারম্যান বলেন, “প্রতিটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। আমরা বিদ্যুৎ খাতে আর কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু দেখতে চাই না। বৈদ্যুতিক দুর্ঘটনার বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যদি কারও অবহেলায় দুর্ঘটনা ঘটে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ডিপিডিসির মগবাজার এনওসিএস অফিস এলাকার আওতাধীন আউটসোর্সিং প্রতিষ্ঠানে কর্মরত মেইনটেনেন্স ম্যান কামরান হোসেন বৈদ্যুতিক দুর্ঘটনায় মারা যান।

এ ঘটনায় ডিপিডিসি ইতোমধ্যে দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে। একই সঙ্গে মেসার্স তামিম ইন্টারন্যাশনাল নামক আউটসোর্সিং প্রতিষ্ঠানের সুপারভাইজর মাসুম বিল্লাহকে দায়িত্ব থেকে সরিয়ে তার নিয়োগ বাতিল করা হয়েছে।

ঘটনার তদন্তে বিদ্যুৎ বিভাগ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।


এসএস/এসএন

Share this news on: