কুড়িগ্রামে জাতীয় পার্টির (জাপা) বিভিন্ন স্তরের ৫০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা গণহারে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে জেলা, উপজেলা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন।
সংবাদ সম্মেলনে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক লিখিত বক্তব্যে বলেন, “সাংগঠনিক দায়িত্ব পালনকালে আমি অনেক চেষ্টা করেছি ভালো কিছু করার, কিন্তু সবার মন জয় করতে পারিনি। এজন্য দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে। কিন্তু দলের সাংগঠনিক দুর্বলতা এবং জনসম্পৃক্ততার অভাব স্পষ্টভাবে চোখে পড়েছে। ফলে কেউ প্ররোচনা না দিলেও আমরা নিজেরা সচেতনভাবে জাপা এবং তার অঙ্গ সংগঠন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
এ সময় আরও বক্তব্য দেন—জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্যসচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাপার সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক বাবুল শেখ প্রমুখ।
বক্তারা জানান, আজ থেকে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। পূর্বের পদ-পদবি থেকে সরে দাঁড়ানোয় দলের কোনো কর্মসূচির দায়-দায়িত্বও তারা আর বহন করবেন না।
এসএস/এসএন