ধর্ষণের দৃশ্যে অভিনয় মোটেও সহজ কাজ নয়—সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে এমনটাই বললেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ২০১৯ সালে মুক্তি পাওয়া তার ওয়েব সিরিজ ‘কাফির’ এখন ছবির রূপে মুক্তি পেতে চলেছে। সিরিজটিতে এক নিরীহ পাকিস্তানি নারীর চরিত্রে অভিনয় করেন দিয়া, যিনি ভুলবশত সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন এবং তাকে ভুলভাবে বন্দি করে রাখা হয়।
এই সিরিজে একটি ধর্ষণের দৃশ্য ছিল, যা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃদয়ছোঁয়া মন্তব্য করেন অভিনেত্রী। দিয়া জানান, “সেই দৃশ্যের শুটিংয়ের পর আমার শরীর কাঁপছিল, এমনকি আমি বমিও করেছিলাম। মানসিক ও শারীরিকভাবে এতটাই যন্ত্রণাদায়ক ছিল সেটি। দৃশ্যটা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে।”
হিমাচল প্রদেশের মনোরম প্রাকৃতিক পরিবেশে ছবির বেশিরভাগ অংশের শুটিং হলেও কাজটা মোটেও সহজ ছিল না বলে জানান দিয়া। “৩৬০ পাতার চিত্রনাট্যের শুটিং আমরা ৪৫ দিনের মধ্যে শেষ করি। প্রতিদিন মাত্র ১৫-১৮ মিনিট বিরতি পেতাম। কিন্তু এই গল্প বলাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল,” বলেন তিনি।
তিনি আরও জানান, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির চরিত্রে নিজেকে বারবার ধর্ষিতার জায়গায় কল্পনা করতেন তিনি, যার কারণে মানসিকভাবেও গভীর প্রভাব পড়েছিল তার ওপর।
‘কাফির’ সিরিজ হোক কিংবা তার নতুন রূপে সিনেমা—এই কাজ দিয়ার কাছে শুধুই অভিনয় নয়, বরং একটি দায়বদ্ধতার জায়গা থেকেও ছিল।
এসএস/এসএন