এমবাপের ১ ম্যাচের নিষেধাজ্ঞা বার্সেলোনা সহ-সভাপতির চোখে ‘হাস্যকর’
মোজো ডেস্ক 09:59PM, Apr 16, 2025
লা লিগায় আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে কিলিয়ান এমবাপে বিপজ্জনক ফাউল করার পর এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইয়ুস্তে। তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তে অবাক হয়েছেন এবং সমালোচনা করেছেন।
গত রোববার আলাভেসের বিপক্ষে ৩৪তম মিনিটে এমবাপে মারাত্মক ফাউল করেন আলাভেসের আন্তোনিয়ো ব্লাঙ্কোকে। রেফারি প্রথমে হলুদ কার্ড দিলেও পরবর্তীতে ভিএআর রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টিয়ে সরাসরি লাল কার্ড দেখান। তখন অনেকেই ধারণা করেছিলেন, এমবাপে হয়তো একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এমবাপেকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে, যা আগামী রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি মিস করবেন তিনি।
রিয়ালের জন্য সুখবর, কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে এমবাপে খেলতে পারবেন। যদি শাস্তি কঠোর হতো, তবে ওই ম্যাচটি মিস করতে পারতেন তিনি।
এমবাপের শাস্তির বিষয়ে বার্সেলোনা সহ-সভাপতি ইয়ুস্তে বলেন, “এমন ফাউলের জন্য এই শাস্তি একেবারেই হাস্যকর। এটা বিস্ময়কর, প্রতিপক্ষ চোটে পড়তে পারত। লজ্জাজনক।”