কোর্টরুম কমেডি নিয়ে ফের একসঙ্গে পর্দায় প্রিয়াঙ্কা চোপড়া ও জ্যাক এফরন

‘বেওয়াচ’ ছবির পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও জ্যাক এফরন। এই নতুন কৌতুকধর্মী ছবিটি পরিচালনা করছেন নিকোলাস স্টোলার, যিনি এর আগে ‘ফরগেটিং সারা মার্শাল’ এবং ‘ব্রোস’-এর মতো জনপ্রিয় ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন।

ছবিটির প্রাথমিক নাম ছিল ‘জাজমেন্ট ডে’, তবে সেটি পরিবর্তিত হয়েছে। নতুন নাম এখনো প্রকাশ পায়নি। এটি হতে চলেছে এক ‘হাই-ভোল্টেজ’ কোর্টরুম কমেডি, যেখানে হাসির সঙ্গে থাকবে তীব্র ব্যঙ্গ, আবেগের ছোঁয়া এবং বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অনিয়ন্ত্রিত কোর্টরুম রিয়েলিটি শো, যার লাইভ রেকর্ডিং চলাকালীন আদালতে উপস্থিত হয় এক যুবক আসামি। এই চরিত্রে অভিনয় করছেন জ্যাক এফরন। সেই যুবক সরাসরি বিচারকের বিরুদ্ধে অভিযোগ তোলে, যে একসময়ের রায় তার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। বিচারকের ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেতা উইল ফারেল।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও মাইকেল পেনার চরিত্র নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে তাদের উপস্থিতি মানেই পর্দায় থাকছে কিছু অনবদ্য এবং শক্তিশালী মুহূর্ত। কাস্টিং তালিকায় রয়েছেন রেজিনা হল, বিলি আইচনার, জিমি ট্যাট্রোর মতো আরও জনপ্রিয় মুখ। ফলে এই কৌতুকচিত্রে বিনোদনের ঘাটতি থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

ছবিটির খবর প্রিয়াঙ্কা চোপড়া জোনাস নিজেই জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কাস্টের একটি ছবি শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন এই প্রজেক্টে তার অংশগ্রহণ। এরপর থেকেই ভক্তদের মাঝে শুরু হয়েছে উচ্ছ্বাস আর প্রতীক্ষা।

প্রযোজনায় রয়েছেন উইল ফারেল, জেসিকা এলবাম ও আলেক্স ব্রাউন (গ্লোরিয়া সানচেজ প্রোডাকশনস) এবং পরিচালক নিজেই নিকোলাস স্টোলার (স্টোলার গ্লোবাল সলিউশনস)।

এই ছবির পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের হাতে রয়েছে একাধিক উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট। এর মধ্যে রয়েছে ইদ্রিস এলবা ও জন সিনার সঙ্গে ‘হেডস অব স্টেট’, ঊনবিংশ শতকের ক্যারিবিয়ান জলদস্যু গল্প ‘দ্য ব্লাফ’, অ্যামাজন প্রাইমের ‘সিটাডেল’ সিরিজের দ্বিতীয় মৌসুম এবং এস.এস. রাজামৌলি ও মহেশ বাবুর সঙ্গে একটি বড় মাপের অ্যাকশন-অ্যাডভেঞ্চার।

যদিও নতুন এই কোর্টরুম কমেডির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে শুটিং শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Apr 20, 2025
img
শুনানির জন্য প্রস্তুত এ টি এম আজহারের আপিল, সোমবার উপস্থাপন Apr 20, 2025
img
পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ Apr 20, 2025
img
আইএমএফ’র টাকা নিয়ে যা বললেন গভর্নর Apr 20, 2025
img
বিজয়ের স্বপ্ন পূরণ: ৫০ সেঞ্চুরির মাইলফলকে গড়লেন ইতিহাস Apr 20, 2025
img
নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব? Apr 20, 2025
img
ফিক্সিং তদন্ত শেষ হওয়ার আগেই টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ালেন মনি Apr 20, 2025
img
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 20, 2025
img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025
img
দেশে ‘কেমন একটা অস্থিরতা চলছে’ : মির্জা ফখরুল Apr 20, 2025