ব্রাজিলিয়ান তারকার নেইমার জুনিয়র চোট থেকেই মুক্তি পাচ্ছেন না। সুস্থ হয়ে ফিরেই ফের চোটের কবলে পড়েছেন এই তারকা। অ্যাতলেতিকো মিনেইরোর বিপক্ষে ব্রাজিলের শীর্ষ লিগ সিরি আ’তে সান্তোসের হয়ে খেলতে নেমে ৩০ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছেড়ে গেছেন।
স্ট্রেচারে করে মাঠ ছাড়ার আগে আবেগে ভেঙে পড়তে দেখা যায় ৩৩ বছর বয়সীকে। যার ফলে ৩৪ মিনিটে মাঠ ছেড়ে যান তিনি। তখন সান্তোস ২-০ গোলে এগিয়ে ছিল।
মার্চে ব্রাজিলের জাতীয় দলের ম্যাচ এবং করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের পাউলিস্তা সেমিফাইনাল মিস করার পর এবারই প্রথম শুরুর একাদশে মাঠে নেমেছিলেন। সেসময় বাম ঊঁরুতে সমস্যা থাকায় প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। তার আগে ২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে দীর্ঘদিনের জন্য বাইরে থেকেছেন।
জানুয়ারিতে আল হিলাল থেকে সম্পর্ক ছিন্ন করে ফ্রি এজেন্ট হিসেবে সান্তোসে ফেরেন নেইমার। সৌদি ক্লাবটিতে বারবার ইনজুরির আক্রান্ত হওয়ায় গত ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন। সর্বশেষ ইনজুরিতে এখন প্রশ্ন উঠছে, নেইমারকে কি খুব তড়িঘড়ি করে মাঠে ফিরিয়ে আনা হয়েছে?
আরএম/টিএ