লিভ ইনের পর সম্পর্কে ভাঙন, সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী

পয়লা বৈশাখের দিন বাগদান হলো ঋতাভরী- সুমিতের। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই জুটি।বছরের শুরুতেই সুখবর পাওয়া গিয়েছিল, ফের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়। যদিও শুধু টলিপাড়া বললে ভুল হবে, কারণ পাত্রী টলিপাড়ার হলেও, পাত্র বলিপাড়ার।


কথা হচ্ছে ঋতাভরী চক্রবর্তী ও তার প্রেমিক সুমিত অরোরাকে নিয়ে। শোবিজাঙ্গনের খবর, চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। তার আগে বাংলা নববর্ষের প্রথম দিনেই বাগদান সারলেন।

তবে টলিউডের সূত্র বলছে, এ বছর ডিসেম্বর মাসে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। বাঙালি ও পাঞ্জাবি দুই মতেই বিয়ে হবে।
ডেস্টিনেশন ওয়েডিং অনুষ্ঠান হবে একেবারে ঘরোয়াভাবেই। তবে রিসেপশন পার্টি হবে জাঁকজমকপূর্ণ। তবে কলকাতা, মুম্বাই দুই জায়গাতেই আলাদা পার্টি হবে কিনা, তা এখনও জানা যায়নি।

মনোবিদের সঙ্গে প্রেম ভাঙার পর মুম্বাইয়ের খ্যাতনামী লেখক- সুমিত অরোরার সঙ্গে প্রেম করছেন ঋতাভরী চক্রবর্তী। বলিউডের পরিচিত নাম তিনি। 'জওয়ান','স্ত্রী','চন্দু চ্যাম্পিয়ান'-র মতো বক্স অফিস কাঁপানো ছবির সংলাপ লেখক।

২০২৩ সাল থেকে সুমিতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি।

প্রসঙ্গত, এর আগে ডাঃ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। তথাগত পেশায় মনোরোগ বিশেষজ্ঞ। লকডাউনের সময়েই প্রথমে বন্ধুত্ব থেকে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে তাদের। লিভ ইনেও ছিলেন এই জুটি।

সংবাদমাধ্যমকে সেসময় অভিনেত্রী বলেছিলেন, তারা একসঙ্গে ফ্ল্যাট কিনে বসবাস করছেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করবেন। এরপর শোনা গিয়েছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করবেন ঋতাভরী- তথাগত। তবে সেসময় বিয়ের পিঁড়িতে বসেননি নায়িকা। এরপর বারবার বিয়ের জল্পনা ছড়ালেও সম্পর্ক ভেঙে যায় তাদের। সেই সম্পর্ক ভাঙনের পরেই সুমিতের সঙ্গে প্রেমে জড়ান অভিনেত্রী।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ Apr 20, 2025
img
আইএমএফ’র টাকা নিয়ে যা বললেন গভর্নর Apr 20, 2025
img
বিজয়ের স্বপ্ন পূরণ: ৫০ সেঞ্চুরির মাইলফলকে গড়লেন ইতিহাস Apr 20, 2025
img
নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব? Apr 20, 2025
img
ফিক্সিং তদন্ত শেষ হওয়ার আগেই টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ালেন মনি Apr 20, 2025
img
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 20, 2025
img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025
img
দেশে ‘কেমন একটা অস্থিরতা চলছে’ : মির্জা ফখরুল Apr 20, 2025
img
বাংলাদেশি বন্দর ব্যবহার করে উপকৃত হতে পারে নেপাল: রাষ্ট্রদূত Apr 20, 2025
img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025