২০২৫ বলছে সারা বিশ্বে সুপুরুষদের তালিকায় তিন নম্বরে রয়েছে বলিউড তারকা হৃতিক রোশনের নাম। তার সুঠাম দেহ, ওরকম চোখ-তাতে মাতোয়ারা অসংখ্য অনুরাগী। কিন্তু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু যেন এক্ষেত্রে ব্যতিক্রম। তার কাছে এটা স্পষ্ট কথা, চেহারায় হৃতিকের প্রতি তিনি অতটাও মুগ্ধ নন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামান্থা রুথ প্রভুর এক পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।
সেখানে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল বিভিন্ন অভিনেতাকে নিয়ে তার মতামত। মহেশ বাবুকে তিনি দিলেন '১০-এর মধ্যে ১০'। বললেন, ‘মহেশ বাবু? এটা আমাকে একটুও ভাবতে হবে না, সোজা ১০/১০।’ কিন্তু হৃতিকের ক্ষেত্রে তার নম্বর অনেকটাই কম। পরিষ্কার জানালেন, ‘সবাই হয়তো আমার ওপর রেগে যাবে, কিন্তু হৃতিকের চেহারা আমার তেমন ভাল লাগে না। তাকে সাতের বেশি দিতে পারব না।’
প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে তিনি ১০-এ ১০ দিয়েছেন, আর রণবীর কাপুর পেলেন ৮/১০। শাহিদ কাপুর প্রসঙ্গে মজা করে তিনি বলেন, ‘ওঁর ছবি ‘কামিনে’-এর আগে আমার থেকে ১০-এ ৪ পেলেও কামিনের পর সেটা বেড়ে গেছে। ১০-এ ৯ দেব।’
এই মুহূর্তে সামান্থা অভিনয় করছেন ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ছবিতে। তবে তার ও বরুণ ধাওয়ানের ‘সিটাডেল: হানি বানী’ দ্বিতীয় সিজনের জন্য আর ফিরে আসছে না। সিরিজটির গল্প মিশে যাবে প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেনের মূল সিরিজ ‘সিটাডেল’-এর সঙ্গে।অন্যদিকে, হৃতিক এখন ব্যস্ত রয়েছেন ‘ওয়ার ২’ ছবির শ্যুটিংয়ে।
এমআর/এসএন