বলিউডে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম যেমন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, তেমনি এখন রাণবীর সিংয়ের সঙ্গে তার দাম্পত্য জীবন এক সফল গল্প। রুপালি পর্দায় এই তিনজনের রসায়নও দর্শকদের মুগ্ধ করে বারবার। একদিকে দীপিকা যখন ‘রামলীলা’ ছবিতে রাণবীর সিংয়ের সঙ্গে প্রেমে মাতেন, তখনই ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-তে রণবীর কাপুরের সঙ্গে গড়েন দুর্দান্ত অনস্ক্রিন কেমিস্ট্রি।
সম্প্রতি আবার আলোচনায় এসেছে দীপিকার দেওয়া একটি পুরনো উত্তর। ২০১৫ সালে ‘তামাশা’ ছবির প্রচারে এক ভক্ত দীপিকাকে প্রশ্ন করেন— সেরা অভিনেতা হিসেবে তিনি কাকে বেছে নেবেন, রণবীর কাপুর না রাণবীর সিং?
প্রথমে দ্বিধায় পড়ে যান দীপিকা। বলেন, “এটা ঠিক সেই প্রশ্ন, বাবাকে বেশি ভালবাসো না মা-কে? বলাটা খুব কঠিন।” পাশে থাকা রণবীর কাপুর মজা করে বলে ওঠেন, “আমি বাবা হতে চাই।”
পরে অবশ্য দীপিকা স্পষ্ট করে বলেন, “আমরা সব সময়ই তুলনা করতে পছন্দ করি। কিন্তু এটা ঠিক নয়। দুজনের ব্যক্তিত্ব, কাজের ধরন একেবারেই আলাদা। তাই তাদের আলাদা করে দেখাই ভালো।”
প্রায় এক দশক পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে দীপিকার কথায় দ্বিধা খুঁজে পেলেও, অনেকেই বলছেন— “তিনি অত্যন্ত কূটনৈতিক এবং সুন্দর উত্তর দিয়েছেন।”
বর্তমানে দীপিকা সুখে রয়েছেন রাণবীর সিংয়ের সঙ্গে। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। রণবীর কাপুরও স্ত্রী আলিয়া ভট্ট ও মেয়েকে নিয়ে গড়ে তুলেছেন নিজের সংসার। আসন্ন সিনেমা লাভ অ্যান্ড ওয়ার-এ আবার এক ফ্রেমে দেখা যাবে দীপিকা, রণবীর কাপুর ও আলিয়াকে।
আরআর/এসএন