কেকেআর-পাঞ্জাব ম্যাচের দিনই কলকাতায় তারকাখচিত ইভেন্ট আরিয়ানের

আগামী ২৬ এপ্রিল শহরে কেকেআরের হাই ভোল্টেজ ম্যাচ পাঞ্জাব কিংস-এর সঙ্গে। আর সেদিনই কলকাতায় আসছেন শাহরুখপুত্র আরিয়ান খান! গন্তব্য আইটিসি সোনার বাংলা।


উদ্দেশ্য, ‘D’YAVOL After Dark’ নামের এক মেগা ইভেন্টের আয়োজন। যেখানে লঞ্চ হবে তাঁর নতুন মদের ব্র্যান্ড। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আরিয়ানের মহাতারকা বাবা শাহরুখ খান কি থাকবেন ওই ইভেন্টে? আপাতত এই নিয়েই জল্পনা তুঙ্গে।

কে কে থাকছেন সেদিন আইটিসি সোনার বাংলায়? জানা যাচ্ছে, অনন্যা পাণ্ডে, সানায়া কাপুর, সুহানা খানরা সকলেই থাকবেন। থাকবেন বেশ কয়েকজন টলি সেলেবও। এদিকে যেহেতু সেদিন পাঞ্জাবের খেলা মহানগরে, তাই শহরে উপস্থিত থাকবেন মালকিন প্রীতি জিন্টাও। তিনিও তাই সম্ভবত হাজির থাকবেন শাহরুখপুত্রের ইভেন্টে। এদিকে যেহেতু এটা কিং খানের নিজস্ব ইভেন্ট, তাই কেকেআরের খেলোয়াড়দেরও দেখা যেতে পারে অনুষ্ঠানে। তবে শেষপর্যন্ত সবচেয়ে বেশি জল্পনা কিং খানকে ঘিরেই। দুবাইয়ে ছেলের মদের ব্র্যান্ড লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ। তাই কলকাতাতেও বলিউডের বাদশাহ উপস্থিত থাকবেন বলেই মনে করা হচ্ছে।

এমন এক মেগা ইভেন্টের ব্যবস্থাপনার দায়িত্বে ‘হোয়াটস ইন দ্য নেম’। সংবাদ প্রতিদিন ডিজিটালকে আয়োজক রাজদীপ চক্রবর্তী বলছেন, ”আমরা ব্রায়ান অ্যাডামসের কনসার্টের মতো বড় ইভেন্ট করেছি। এরপরই আরিয়ান খান আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাঁর ভদকা ব্র্যান্ডের লঞ্চ ইভেন্ট করার জন্য। এটা আগে একমাত্র দুবাই ও মুম্বইয়ে হয়েছে। এবার কলকাতাও হচ্ছে অনুষ্ঠান।” প্রসঙ্গত, মেয়ে সুহানা মাঝেমাঝে কেকেআরের খেলা দেখতে ইডেনে উপস্থিত থাকলেও শহরে সেভাবে দেখা যায় না আরিয়ানকে। এবার তাই শাহরুখপুত্রকে ঘিরে যে বাড়তি উদ্দীপনা তৈরি হবে তা বলাই যায়। আর তাঁর পাশে কিং খান থাকলে যে পারদ আরও চড়বে, তাও নিশ্চিত।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ Apr 20, 2025
img
আইএমএফ’র টাকা নিয়ে যা বললেন গভর্নর Apr 20, 2025
img
বিজয়ের স্বপ্ন পূরণ: ৫০ সেঞ্চুরির মাইলফলকে গড়লেন ইতিহাস Apr 20, 2025
img
নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব? Apr 20, 2025
img
ফিক্সিং তদন্ত শেষ হওয়ার আগেই টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ালেন মনি Apr 20, 2025
img
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 20, 2025
img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025
img
দেশে ‘কেমন একটা অস্থিরতা চলছে’ : মির্জা ফখরুল Apr 20, 2025
img
বাংলাদেশি বন্দর ব্যবহার করে উপকৃত হতে পারে নেপাল: রাষ্ট্রদূত Apr 20, 2025
img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025