সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ ইসরায়েলি মন্ত্রী
মোজো ডেস্ক 11:38PM, Apr 17, 2025
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন গ্লোবাল লিগেল অ্যাকশন নেটওয়ার্ক (জিএলএএন)। সংস্থাটির দাবি, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জমা দেওয়ার পরপরই তিনি যুক্তরাজ্য ত্যাগ করেন।
লন্ডনভিত্তিক জিএলএএন ছাড়াও হিন্দ রজব ফাউন্ডেশন তার গ্রেপ্তারের জন্য আইনি আবেদন জানিয়েছে বলে জানায় আলজাজিরা। এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জিএলএএন গিদিয়ন সারকে “গুরুতর অপরাধে অভিযুক্ত” বলে উল্লেখ করে তাকে দেখা গেলে পুলিশের কাছে তথ্য দিতে অনুরোধ জানায়।
এর আগে, গোপনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গাজা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বৈঠক করেন গিদিয়ন সার, জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
স্কটল্যান্ডের পত্রিকা দ্য ন্যাশনাল জানায়, শনিবার পর্যন্ত তার যুক্তরাজ্যে থাকার কথা ছিল। তবে এর আগেই তিনি সফর সংক্ষিপ্ত করেন।
ইসরায়েলি এই মন্ত্রীর বিরুদ্ধে গাজায় চিকিৎসাকেন্দ্রে হামলা, ডাক্তার অপহরণ এবং মানবিক সহায়তা বন্ধ রাখার অভিযোগ রয়েছে। বিশেষ করে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কামাল আদওয়ান হাসপাতালে অভিযানে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে।