দিনে ধাওয়া-পাল্টাধাওয়া, রাতে বৈষম্যবিরোধী-এনসিপির মুখোমুখি ছাত্রদল

চট্টগ্রামের উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে বৃহস্পতিবার দিনভর ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। সন্ধ্যায় আকবর শাহ থানায় দুই পক্ষের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় ছাত্রদলের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সাইফুদ্দিন মারুফ আহত হন।

তথ্য অনুযায়ী, সংঘাত চলাকালে থানার ভেতরে ছিল এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং বাইরে অবস্থান করছিল ছাত্রদল। উত্তেজনার এক পর্যায়ে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এর আগে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজে শিক্ষার্থী ও এনসিপি কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ উঠে, যদিও ছাত্রদল তা অস্বীকার করে। এনসিপির দাবি, তারা প্রতিবাদ মিছিল নিয়ে থানায় গেলে ছাত্রদল আবার সেখানে হুমকি দিতে আসে। তাদের অভিযোগ, ছাত্রদলের ওই মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারাও অংশ নেয়।

ঘটনার সূত্রপাত এক নারী শিক্ষককে কলেজে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে। শিক্ষার্থীরা জানান, পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্য মোহাম্মদ সিরাজ উদ্দিন ওই শিক্ষিকাকে কলেজে না আসতে বলেন। এর প্রতিবাদ জানাতেই শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

অন্যদিকে ছাত্রদলের দাবি, তারা কলেজে ফুল দিতে গিয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা তাদের ওপর পানি ছুড়ে মারে। হামলার অভিযোগ ভিত্তিহীন বলে জানায় তারা।

পরিচালনা কমিটির সদস্য সিরাজ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার কাউকে কলেজে ঢুকতে না দেওয়ার অধিকার নেই। বরং কিছু ব্যক্তি 'বৈষম্যবিরোধী' ব্যানারে অরাজকতা করছে, যারা একসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।

Share this news on:

সর্বশেষ

img
‘লজ্জা ২’ প্রশ্ন তুলল—‘ভারবাল অ্যাবিউজ’ নিয়ে ভদ্র সমাজের এত সংকোচ কেন? Apr 19, 2025
img
ঝড়-বৃষ্টির শঙ্কা, ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত Apr 19, 2025
img
৬শ কর্মী মিলে যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়কে পরিচ্ছন্নতা অভিযান Apr 19, 2025
img
হোয়াটসঅ্যাপে ছবিতে ক্লিক করলেই সর্বনাশ, হ্যাকারদের নতুন ফাঁদ! Apr 19, 2025
img
চট্টগ্রামে খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার Apr 19, 2025
img
পিএসএলে ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা Apr 19, 2025
img
জিম্বাবুয়ের পেসারকে হুমকি মনে করছেন বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন Apr 19, 2025
img
আল-কায়েদার হুমকিতে নিরাপত্তা চেয়েছিলেন প্রিন্স হ্যারি Apr 19, 2025
img
সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর Apr 19, 2025