মায়ানমারের সামরিক সরকারের প্রধান সে দেশের ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে প্রায় চার হাজার ৯০০ বন্দির সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়। খবর ব্লুমবার্গের।
স্বাধীন একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সাধারণ ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ২২ জন রাজনৈতিক বন্দি রয়েছেন।
ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে বন্দিদের বহনকারী অন্তত ১৯টি বাস ছেড়ে যায়।
সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করা বন্দিদের পরিবারের সদস্য এবং স্বজনরা ফটকের বাইরে তাদের স্বাগত জানান। পর্যবেক্ষণ গোষ্ঠী পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক-মায়ানমার জানিয়েছে, মায়ানমারে কারাগারে নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন হয়। এই সাধারণ ক্ষমায় অন্তত ২২ জন রাজনৈতিক বন্দি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে তারা।
এমআরটিভি জানিয়েছে, জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং চার হাজার ৮৯৩ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। ১৩ জন বিদেশি বন্দিও মুক্তি পেয়েছেন।
পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশি বন্দিদের মায়ানমার থেকে বিদায় জানানো হয়েছে। ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত ছাড়া অন্য বন্দিদের সাজা কমানো হয়েছে।
বিশেষ করে সাজা কমানো হয়েছে নিরাপত্তা আইনে গ্রেপ্তারদের।
মুক্তি পাওয়া ব্যক্তিরা আবারও কোনো অপরাধে জড়ালে নতুনভাবে পাওয়া কারাদণ্ডের সঙ্গে মওকুফ হওয়া কারাদণ্ডও ভোগ করতে হবে। মুক্তি দেওয়ার সময় এই শর্ত দেওয়া হয়েছে তাদের।
এমআর/টিএ