দেশে ঈদ উপলক্ষে মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলা শাকিব খানের সিনেমা ‘বরবাদ’ এবার জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) থেকে সিনেমাটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের ১৫টি প্রেক্ষাগৃহে।
মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হলে দর্শকের মধ্যে দেখা যায় তুমুল আগ্রহ। অনেক শো-এর টিকিট ইতোমধ্যেই ‘সোল্ড আউট’। শাকিব ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় খুশির খবর।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ দেশের একাধিক মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রথম দিন থেকেই হাউজফুল ছিল। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় আন্তর্জাতিক অঙ্গনেও।
শাকিব খান নিজেই এক ফেসবুক পোস্টে জানান, “বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে ‘বরবাদ’। পরিবার, বন্ধুবান্ধব ও আপনজনদের নিয়ে নিকটস্থ থিয়েটারে গিয়ে উপভোগ করুন ‘বরবাদ’।"
এছাড়া তার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিক পরিবেশক হিসেবে যাত্রা শুরু করছে এই সিনেমার মাধ্যমে।
নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, মিশিগান, সান ফ্রান্সিসকো, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ডসহ বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।
শাকিব খান এবং তার সিনেমার প্রতি প্রবাসী দর্শকদের এই আগ্রহ বাংলাদেশের সিনেমার জন্যও একটি বড় অর্জন বলে মনে করছেন অনেকে।
আরআর/টিএ