তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার একটি বিস্ময়কর পদক্ষেপে মূল সুদের হার ৩৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪৬ শতাংশ করেছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত পূর্ববর্তী সুদের হার কমানোর চক্রকে উল্টে দিয়েছে এবং গত মাসে ইস্তানবুলের মেয়রের গ্রেফতারের পর সৃষ্ট বাজার অস্থিরতার প্রেক্ষিতে তুর্কি সম্পদে ইতিবাচক প্রভাব ফেলেছে।
নীতিগত এই মোড় ঘোরানো- মাত্র চার মাস আগে শুরু হওয়া হার কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসা-কয়েক সপ্তাহ ধরে চলা লিরার ওপর চাপ কমাতে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আশঙ্কাকে দমন করতে নেওয়া হয়েছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। এই চাপ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংককে বিদেশি মুদ্রা রিজার্ভ ব্যবহার করতেও হয়েছে।
গত মাসে মার্কিন ডলারের বিপরীতে লিরার মান রেকর্ড সর্বনিম্ন ৪২-এ পৌঁছায় এবং ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর তুরস্কের শেয়ার ও বন্ড মার্কেটেও ধস নামে। এরপর কেন্দ্রীয় ব্যাংক বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একাধিক পদক্ষেপ নেয়।
ব্যাংক জানায়, আর্থিক বাজারে সাম্প্রতিক ঘটনাবলির কারণে এপ্রিল মাসে মূল পণ্যের মাসিক মুদ্রাস্ফীতি সামান্য বাড়তে পারে। এছাড়া, অভ্যন্তরীণ চাহিদা পূর্বাভাসের তুলনায় বেশি, যা মুদ্রাস্ফীতির হ্রাসে বাধা সৃষ্টি করছে।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী কমিটি জানিয়েছে, মুদ্রাস্ফীতির প্রত্যাশা এবং মূল্য নির্ধারণের ধরণ এখনো মূল্যস্ফীতি কমানোর প্রক্রিয়ায় ঝুঁকি তৈরি করছে।
এমআর/টিএ