হরর মুভি নিয়ে ফিরছেন বিক্রম ভাট, মুক্তি পাচ্ছে ‘হান্টেড থ্রিডি ঘোস্টস অব দ্য পাস্ট’

বলিউডের হরর মাস্টার বিক্রম ভাট আবার তৈরি করছেন এক রোমহর্ষক অভিজ্ঞতা। নতুন হরর চলচ্চিত্র ‘হন্টেড থ্রিডি ঘোস্টস অব দ্য পাস্ট’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী  ২৬ সেপ্টেম্ব।

প্রধান চরিত্রে থাকছেন মিমোহ চক্রবর্তী এবং চেতনা পান্ডে। ভূত, অতীতের অভিশাপ এবং অপরাধবোধ মিলে এই গল্পে থাকছে ভয় আর থ্রিডি-র রুদ্ধশ্বাস যাত্রা।

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে এক রহস্যময় মোশন পোস্টার। সেখানে দেখা গেছে কুয়াশায় ঢাকা এক পুরনো বাংলো, বাংলোর সামনে দাঁড়িয়ে অজানা এক নারী এবং শেষ দৃশ্যে শোনা গেছে করুণ এক ফিসফিসে কণ্ঠস্বর, যেন পুরনো কোনো অভিশাপ আবার ফিরে এসেছে।

বিক্রম ভাট জানান, 'উনিশ বিশ শূন্য হররস অব দ্য হার্ট' সিনেমার দারুণ সাড়া পেয়ে তিনি উপলব্ধি করেন, এবার আরও ভয়ংকর কিছু নিয়ে ফিরতে হবে।এই চলচ্চিত্র পরিচালনা করছেন স্বয়ং বিক্রম ভাট। প্রযোজনায় আছেন আনন্দ পন্ডিত, রাকেশ জুনেজা ও শ্বেতাম্বরী ভাট। উপস্থাপনায় আছেন মহেশ ভাট ও আনন্দ পন্ডিত।

এই টিম এর আগেও উপহার দিয়েছে রাজ, উনিশ বিশ শূন্য এবং শাপিত-এর মতো জনপ্রিয় হরর সিনেমা, যেখানে ছিল রহস্য, রোমাঞ্চ এবং অতিপ্রাকৃতের টানটান উত্তেজনা।

অনেকে ধারণা করছেন এটি হয়তো দুই হাজার এগারো সালের ‘হন্টেড থ্রিডি’-র সিক্যুয়েল হতে পারে। কারণ সেই ছবিতেও মুখ্য ভূমিকায় ছিলেন মিমোহ এবং এই নতুন ছবির নাম ও পরিবেশেও মিল রয়েছে। যদিও পরিচালক এখনো নিশ্চিত করে কিছু বলেননি, তবু এটি একটি আত্মিক সিক্যুয়েল হতে পারে বলেই মনে করছেন ভক্তরা।

এই ছবিতে দেখা যাবে অতীতের এক করুণ প্রেমগাথা, এক ভয়ংকর হেরিটেজ এস্টেট এবং বিক্রম ভাটের ক্লাসিক হরর ঘরানার ছাপ যেখানে থাকবে নিষিদ্ধ প্রেম, পারিবারিক অভিশাপ এবং অদৃশ্য আতঙ্কের হাতছানি।

তাই প্রশ্ন থেকেই যায়  বলিউডের হরর কি তবে আবার ফিরছে পুরনো ছন্দে?

ভক্তদের জন্য এবার দিনটি মনে রাখতেই হবে  ২৬ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ, কারণ সেই দিনই পর্দায় ফিরছে ভূতের দল!


এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অনাথ শিশুকে উদ্ধার, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন দিশা পাটানির বোন Apr 20, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Apr 20, 2025
img
শুনানির জন্য প্রস্তুত এ টি এম আজহারের আপিল, সোমবার উপস্থাপন Apr 20, 2025
img
পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ Apr 20, 2025
img
আইএমএফ’র টাকা নিয়ে যা বললেন গভর্নর Apr 20, 2025
img
বিজয়ের স্বপ্ন পূরণ: ৫০ সেঞ্চুরির মাইলফলকে গড়লেন ইতিহাস Apr 20, 2025
img
নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব? Apr 20, 2025
img
ফিক্সিং তদন্ত শেষ হওয়ার আগেই টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ালেন মনি Apr 20, 2025
img
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 20, 2025
img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025