শিল্পী সংঘ নির্বাচন : ২১ পদে ৪০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর নির্বাচন। আগামী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার সংখ্যা ৬৯৯। এর মধ্যে ২টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদে চলছে জমজমাট প্রতিযোগিতা।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। কমিশনার হিসেবে রয়েছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে রয়েছেন বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। সহসভাপতি পদে প্রার্থী ছয়জন—আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম ও শামস সুমন।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন শাহেদ শরীফ খান ও রাশেদ মামুন অপু। যুগ্ম-সাধারণ সম্পাদক পদের জন্য পাঁচ প্রার্থী হলেন—পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ।

অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।

অনুষ্ঠান সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বী এম এ সালাম সুমন, সান্ত্বনা সাদিকা ও শাহরিয়ার ফেরদৌস সজীব। আইন ও কল্যাণ সম্পাদক পদে লড়ছেন সুবর্ণা মজুমদার ও সুচন্দা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বী মুকুল সিরাজ ও প্রিন্স রনি। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন আর এ রাহুল, নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল।

কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন।

উল্লেখ্য, বিদায়ী কমিটির সভাপতি ছিলেন আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক ছিলেন রওনক হাসান। তবে তারা দুজনই এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না।


এসএস

Share this news on:

সর্বশেষ

তোমাদের খাওয়ার কি ব্যবস্থা? জানতে চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
সংবিধান সংস্কার নিয়ে যা বলছে এনসিপি Apr 19, 2025
img
নির্বাচন যথা সময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: অলি আহমেদ Apr 19, 2025
কাঁচা বাজারে পলিথিন বন্ধ না হওয়ার কারণ জানালেন রিজওয়ানা হাসান Apr 19, 2025
আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝ"টি"কা মি"ছি"ল নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
আন্দোলনের সূচনালগ্ন থেকে সাথে ছিলো জামায়াত Apr 19, 2025
"প্লাস্টিক রাতারাতি আমরা বন্ধ করতে পারব না" Apr 19, 2025
জুলাই যো'দ্ধা'দের ওপর হা'ম'লার ঘটনা নিয়ে যা বলছেন তারেক Apr 19, 2025
আয়তুল্লাহ খামেনিকে সৌদি বাদশাহর ‘গো"প"ন’ চিঠি! Apr 19, 2025
আ'ল-আ'ক'সায় একত্রে প্রার্থনার অনুমতি পেল ১৮০ ই"হু"দি! Apr 19, 2025