আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার সিদ্ধান্তের কথা জানিয়ে আলোচনায় এসেছেন।
হিরো আলম অভিযোগ করেন, বাবার মৃত্যুর সময় তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি একবারও তার বাবাকে দেখতে আসেননি। এমনকি বাবার মৃত্যুর খবর পাওয়ার পরও তিনি লাশ দেখতে যাননি।
এই অভিযোগের পাল্টা জবাবে রিয়া মনি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, হিরো আলম সংসার জীবনে পরকীয়ায় জড়িয়েছেন।
রিয়ার ভাষায়, “মানুষ হিসেবে যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি, সে পরকীয়া করেছে, এখন আমি কী বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে?”
তিনি আরও বলেন, “একজন স্ত্রী বর্তমান থাকতেও আলম যেহেতু পরকীয়া করছে, সেক্ষেত্রে সে ভালো মানুষ না। ভালো মানুষ হলে তো আর পরকীয়া করত না।”
এই পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের ঘটনায় হিরো আলম ও রিয়া মনির ব্যক্তিজীবন আবারও এসেছে আলোচনার কেন্দ্রে। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।
এসএস