চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ঘিরে অস্থির বিশ্ববাজারে মিলতে পারে স্বস্তির ইঙ্গিত। পাল্টাপাল্টি শুল্কের চাপে থাকা দুই দেশের ব্যবসায়ীদের উদ্বেগের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, চীনের পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে পারেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি চাই না শুল্ক আরও বাড়ুক। কারণ, একটা পর্যায়ে গিয়ে মানুষ কেনাকাটা করতে পারবে না।” তিনি আরও বলেন, “আমি (শুল্ক) কমাতে পারি। কারণ আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক।”
গত কয়েক মাস ধরেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়ছিল শুল্কযুদ্ধ। চলতি মাসের শুরুতে ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যে উচ্চহারে শুল্ক আরোপ করেন, যার ধাক্কা লাগে চীনের ওপরও। ৯০ দিনের জন্য এই শুল্ক স্থগিত রাখা হলেও, পরে ধাপে ধাপে তা বাড়িয়ে চীনা পণ্যে সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে ওয়াশিংটন। পাল্টা জবাবে বেইজিংও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়িয়ে দেয়।
তবে সাম্প্রতিক পরিস্থিতিতে আবারও আলোচনার টেবিলে ফিরছে দুই দেশ। ট্রাম্প জানিয়েছেন, চীন বেশ কয়েকবার শুল্ক নিয়ে যোগাযোগ করেছে এবং তিনি আশা করছেন, “খুব ভালো” একটি চুক্তিতে পৌঁছাতে পারবে দুই পক্ষ।
রয়টার্সও তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শুল্ক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। যদিও এসব আলোচনায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্ত রয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
এর আগে গত সপ্তাহেই চীন জানিয়েছিল, শুল্ক নিয়ে তারা আর পাল্টা প্রতিক্রিয়া জানাবে না। সব মিলিয়ে বাণিজ্যযুদ্ধের উত্তাপ কিছুটা হলেও কমার আশায় বুক বাঁধছেন বিশ্ববাজার সংশ্লিষ্টরা।
এসএস