পিএসএলে ঝলক দেখানো রিশাদকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন রিশাদ হোসেন। টাইগার লেগস্পিনারকে নিয়ে আলোচনা চলছে ক্রিকেট বিশ্বে। পিএসএলের পর এবার অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোও আগ্রহ দেখিয়েছে তাকে দলে নিতে।

বাংলাদেশি স্পিনারের ভেলকি দেখছে পাকিস্তান। পিএসএল খেলতে গিয়ে সেদেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন রিশাদ হোসেন। লেগস্পিন, গুগলি, গতি বৈচিত্র্য- বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানাচ্ছেন। ঝুলিতে পুরছেন উইকেট।

আগে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে রোমাঞ্চ কাজ করতো। তবে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে এখন আর আগের সেই চাহিদা নেই তাদের। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আকর্ষণ করার মতো পারফরম্যান্স না থাকা ও বিসিবি থেকে এনওসি নিয়ে টালবাহানাসহ নানা কারণে সাকিব-মোস্তাফিজের আগে ওপরে নিয়মিত বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসরে দেখা যায় না অন্য বাংলাদেশি ক্রিকেটারদের।

রিশাদের এবার পাকিস্তান সুপার লিগ খেলা নিয়ে তাই দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনা ছিল অনেক। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি, গত বছর টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ উইকেটের মালিককে নিয়ে আলোচনা ছিল বিশ্ব ক্রিকেটে। চলতি পিএসএলে ২ ম্যাচের পারফরম্যান্সে রিশাদ বুঝিয়ে দিয়েছেন, তাকে নিয়ে আলোচনা এমনি এমনি হয়নি।

১৩ এপ্রিল কোয়েটা গ্ল্যাটিয়েটর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয় রিশাদের। প্রথম ম্যাচেই বাজিমাত। ৩১ রানে শিকার করেন ৩ উইকেট। ঐ ম্যাচের পরই পিএসএলে তারকাখ্যাতি পেয়ে যান টাইগার লেগি। তবে, ওখানেই থেমে থাকেননি। ধারাবাহিকতা বজায় রাখেন পরের ম্যাচেও। করাচি কিংসের বিপক্ষেও তুলে নেন ৩ উইকেট। রান খরচ আরও কম ২৬। রাওয়ালপিন্ডি ও করাচিতে পরপর ২ ম্যাচে লাহোর কালান্দার্সের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টাইগার স্পিনার।

এমন পারফরম্যান্সের পর রিশাদ হোসেনকে নিয়ে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও চাহিদা তুঙ্গে। শোনা যাচ্ছে- বিগ ব্যাশ, গ্লোবাল সুপার লিগ, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা, জিম-আফ্রো টি-টেন, টি-টোয়েন্টি ব্ল্যাস্ট ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টিমগুলো তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

রিশাদের পরবর্তী ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে। সেখানেও ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি। পিএসএলের এই ম্যাজিক ধরে রেখে, দ্রুতই গ্লোবাল টি-টোয়েন্টি সেনসেশনে পরিণত হবেন বাংলাদেশের রিস্ট স্পিনার, আশায় ফ্যানরা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি Apr 20, 2025
img
দ্বিতীয় সন্তান প্রসঙ্গে লজ্জায় লাল অভিষেক বচ্চন, ভিডিও ভাইরাল Apr 20, 2025
img
প্রেমিকার বয়স ২৭ নয়, পাসপোর্টে ৪৮! প্রেমিকের চোখ কপালে Apr 20, 2025
img
'যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন, তারা তো এলিয়েন' Apr 20, 2025
img
ভারত স্থগিত করল বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প Apr 20, 2025
img
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ Apr 20, 2025
img
ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয়: পরিকল্পনা উপদেষ্টা Apr 20, 2025
img
নির্বাচনকালীন তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ Apr 20, 2025
img
যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা ঘরে বসে আঙুল চুষবে? : জি এম কাদের Apr 20, 2025
img
স্বস্তির বাতাস বইছে রিজার্ভে Apr 20, 2025