পিএসএলে ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা

তরুণ পেসারের উত্থানের সুযোগে জাতীয় দলে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন পাকিস্তানি পেসার হাসান আলি। গত বছরের মে মাসে সর্বশেষ তিনি আন্তর্জাতিক ম্যাচ (টি-টোয়েন্টি) খেলেছেন। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া প্রতিযোগিতায় এখনও ছন্দ হারাননি ডানহাতি এই পেসার। গতকাল (শুক্রবার) তিনি ইতিহাস গড়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। টুর্নামেন্টটির ইতিহাসে এখন সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হাসান।

করাচি কিংসের এই পেসার কাল পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন। আর এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন এতদিন পর্যন্ত পিএসএলে উইকেটশিকারের তালিকায় শীর্ষে থাকা ওয়াহাব রিয়াজকে। তবে তার সমান ১১৩টি উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন হাসান। নিজেদের গত ম্যাচে তিনি লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে সেই কীর্তিতে ভাগ বসান। গতকাল ছাড়িয়ে যান সবাইকে।

পিএসএলের সর্বোচ্চ ১১৬ ‍উইকেট শিকারের এই রেকর্ড গড়তে ৮৪টি ইনিংস খেলেছেন হাসান। অন্যদিকে ইতোমধ্যেই পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ওয়াহাব রিয়াজ ৮৭ ইনিংসে নেন ১১৩ উইকেট। এই তালিকায় যথাক্রমে আছেন শাহিন আফ্রিদি (৭৪ ম্যাচে ১০৮ উইকেট), শাদাব খান (৮৬ ম্যাচে ৯৭ উইকেট) ও ফাহিম আশরাফ (৭৩ ম্যাচে ৭৯ উইকেট)।

চলতি পিএসএলে দারুণ ছন্দে আছেন হাসান আলি। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৮.২৫ ইকোনমিতে তিনি ৮ উইকেট নিয়েছেন। এবারের আসরে তার চেয়ে একটি বেশি উইকেট নিয়েছেন কেবল জেসন হোল্ডার। দুইয়ে আছেন হাসান। ৩০ বছর বয়সী এই পেসারের ফর্মের বদৌলতে তার দল করাচি কিংস তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাহোর কালান্দার্স। আর ৩ ম্যাচের সবকটিতে জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড টেবিলের চূড়ায় আছে।

২০১৬ সালে পিএসএলে অভিষেক হয়েছিল হাসান আলির। গতি, ব্রেকথ্রো আনা এবং আন-অর্থোডক্স বৈচিত্রের কারণে দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় এই ডানহাতি পেসার। ২০১৭ সালে তিনি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের সময়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। পিএসএলে এখন পর্যন্ত হাসান খেলেছেন পেশোয়ার, ইসলামাবাদ ও করাচির হয়ে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
একবার বিরতি দিয়ে একই ব্যক্তির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রিত্ব চায় বিএনপি Apr 20, 2025
img
এবার রোহিত শেট্টির ছবিতে যীশু! Apr 20, 2025
img
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম Apr 20, 2025
img
যুক্তরাষ্ট্রে দামি পণ্যের পরিবহন স্থগিত করল ডিএইচএল এক্সপ্রেস Apr 20, 2025
img
চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িং বিমান Apr 20, 2025
img
স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি Apr 20, 2025
img
দ্বিতীয় সন্তান প্রসঙ্গে লজ্জায় লাল অভিষেক বচ্চন, ভিডিও ভাইরাল Apr 20, 2025
img
প্রেমিকার বয়স ২৭ নয়, পাসপোর্টে ৪৮! প্রেমিকের চোখ কপালে Apr 20, 2025
img
'যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন, তারা তো এলিয়েন' Apr 20, 2025
img
ভারত স্থগিত করল বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প Apr 20, 2025