নেটফ্লিক্স এবার দর্শকদের জন্য নিয়ে আসছে রাজত্ব, রোমান্স আর আধুনিক নারীর অ্যাম্বিশনের দুর্দান্ত ফিউশন—নতুন রমকম সিরিজ *‘দ্যা রয়েলস্’*! ৯ মে মুক্তি পেতে চলা এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন ভূমি পেদানেকার ও ইশান খাট্টার। এই সিরিজ দিয়েই ওয়েব দুনিয়ায় পা রাখছেন ভুমি ও ইশান আবারও ফিরছেন এক মোহময় চরিত্রে।
সিরিজের গল্পে এক সাহসী ও সেলফ-মেড CEO (Bhumi) মুখোমুখি হন এক রাগী, দম্ভী রাজকুমারের (Ishaan) সঙ্গে। শুরু হয় মতবিরোধ, সংঘর্ষ, আর সেই তিক্ততার মাঝে জন্ম নেয় এক অপ্রত্যাশিত প্রেমকাহিনি—যা রাজপ্রাসাদের অন্দরমহল থেকে পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ার স্ক্যান্ডাল হেডলাইনে।
নেটফ্লিক্স নিজেই বলছে, “এক জেদি রাজকুমার আর এক গার্লবসের গল্প। রয়েল মেস নাকি শাহী লাভ স্টোরি?” একদিকে রাজপ্রাসাদের শাসন, অন্যদিকে আধুনিক ব্যবসায়িক বুদ্ধির টক্কর—এই প্রেমের খেলায় শুরু হয় এক অদ্ভুত লড়াই, যেখানে চাল, চাতুরী, আবেগ আর আকর্ষণ একসঙ্গে মিশে তৈরি করে এক অনন্য রোমান্স।
এই সিরিজে রয়েছে এক ঝাঁক তারকা—জিনাত আমান করছেন লেজেন্ডারি কামব্যাক, নোরা ফাতেহি রয়েছেন গ্ল্যামার গার্ড হিসেবে, দিনো মোরিও, মিলিন্দ সোমান, চান পান্ডেসহ আরও অনেকে ফুটে তুলেছেন সিরিজের পর্দা। নির্মাণে রয়েছেন Rangita ও Ishita Pritish Nandy, যাঁদের হাত ধরে এসেছে জনপ্রিয় সিরিজ *Four More Shots Please!*
Bhumi যেভাবে ‘Bhakshak’-এ দর্শকদের মন জয় করেছেন, আর Ishaan যেভাবে ‘A Suitable Boy’ ও ‘The Perfect Couple’-এ নজর কেড়েছেন—তাদের নতুন জুটি দেখার জন্য ইতিমধ্যেই উৎসাহী হয়ে উঠেছে দর্শকরা।
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তালিকায় উঠেই এসেছে ‘The Royals’। প্রেম, প্যাশন আর প্রেস্টিজ—এই তিনের রাজকীয় ককটেল নিয়ে এই সিরিজ হতে চলেছে Netflix-এর পরবর্তী বিঞ্জ হিট।
৯ মে, রাজা-রানির প্রেমের এই খেলায় শামিল হতে তৈরি তো? ‘The Royals’ দেখতে ভুলবেন না—শুধুমাত্র Netflix-এ।
এসএন