অভিনেতা সাইফ আলি খানকে বিয়ের পর অভিনয় কমিয়ে স্বামী-সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী কারিনা কাপুর। তাই তো কাজ থেকে বেশ কিছুদিন ছিলেন দূরে। দুই বছর আগে ২০২৩ সালই ঘুরিয়ে দেয় তার ভাগ্যচক্র। ‘জানে জান’ শিরোনামের একটি ওয়েব সিরিজের সুবাদে দর্শক অনুরাগীদের নজর কাড়ার পাশাপাশি সিনেমা সমালোচকদের তরফেও দারুণ প্রশংসিত হন সাইফ স্ত্রী কারিনার অভিনয়।
এরপরই এই অভিনেত্রীর ঝুলিতে আসে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন অনেক হিট সিনেমা উপহার দেওয়া এ অভিনেত্রী।
অবশেষে এবার জানা গেছে, দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারণের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কারিনা। মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ নামের একটি সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণি সিনেমার পর্দায় দেখা যাবে এ জুটিকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেঘনা এবং পৃথ্বীরাজের সঙ্গে একটি ছবি প্রকাশ করে কারিনা লিখেছেন, ‘সবসময় বলেছি, আমি একজন পরিচালককেন্দ্রিক অভিনেত্রী। এবার কাজ করছি আমাদের অন্যতম সেরা পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে। সেই সঙ্গে আছেন অসাধারণ অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ। স্বপ্নের মতো একটি দল। সিনেমাটিতে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’
জানা যায়,‘দায়রা’ একটি সামাজিক বাস্তবতাভিত্তিক ক্রাইম-ড্রামা। যেখানে সমাজের অপরাধ, বিচার ব্যবস্থা এবং ন্যায়বিচারের জটিলতা দেখানো হবে বলেই ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন পরিচালক মেঘনা গুলজার।
গুলজার বলেন, ‘সিনেমাটি আমাদের সমাজ ও তার কাঠামো নিয়ে প্রশ্ন তোলে। সাদা-কালোর মাঝখানে লুকিয়ে থাকা ধূসর দিকগুলো নিয়ে কাজ করা একই সঙ্গে চ্যালেঞ্জিং এবং মজাদার।’
এর আগে দক্ষিণী সিনেমা ‘টক্সিক’-এ কারিনা অভিনয় করছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়। যেখানে ‘কেজিএফ’ স্টার যশের সঙ্গে জুটি বাঁধার কথাও উল্লেখ করা হয়। কিন্তু কিছুদিন পরই জানা যায় সেটি নিতান্তই গুঞ্জন ছিল।
ভারতীয় গণমাধ্যম পরবর্তীতে জানায় কারিনা নয়, ‘টক্সিক’-এ অভিনয় করছেন কিয়ারা আদভানি। তবে কারিনাকে নিয়ে এমন গুঞ্জন নতুন নয়, এর আগেও বহুবার তাকে নিয়ে এমন ভিত্তিহীন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।