যেকোনো নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই দুটি কাজ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।শনিবার (১৯ এপ্রিল) সকালে লালমনিরহাটে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবিতে প্রথমবারের মতো দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা করেছে লালমনিরহাট জেলা জামায়াত।
এসময় জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদীদের পতন হলেও ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি। তাই চাঁদাবাজ আর দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো ফ্যাসিবাদ নির্মূল হয়নি জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এদেশের মানুষ আর আধিপত্যবাদ দেখতে চায় না মন্তব্য করে জামায়াত আমির বলেন, অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে নারী ও ভিন্ন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।
এমআর/এসএন