দেশজুড়ে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও দমন-পীড়নে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাটে এক জনসভায় তিনি বলেন, “খুনিদের বিচার ও প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। চুরি আর কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করেছিলো। যদিও ফ্যাসিস্ট শক্তি বিদায় নিয়েছে, কিন্তু তাদের ছায়া এখনও দেশের উপর বিরাজ করছে।”
নারী বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “কেউ কেউ অপপ্রচার চালায় যে জামায়াত নারীদের কাজে যেতে দেবে না—এটি সত্য নয়। জামায়াত নারীদের মর্যাদা ও নিরাপত্তা দুইই নিশ্চিত করবে।”
জনসভায় স্থানীয় নেতারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মোগলহাট স্থলবন্দর চালু, বিমানবন্দর উন্নয়ন ও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধসহ বিভিন্ন নাগরিক দাবিও তুলে ধরেন।
আরআর/এসএন