ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিক্সিং সন্দেহে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পাতানো খেলার প্রমাণ মিললে উদাহরণ তৈরি করে শাস্তির ব্যবস্থা করা হবে।
গত ৯ এপ্রিল গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরের আউট ঘিরে উঠে আসে ফিক্সিংয়ের অভিযোগ। বিসিবির দুর্নীতি দমন ইউনিট সেই আউটগুলো নিয়ে তদন্তে নামে।
ঘটনা সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, “পাতানো খেলাটা দ্বিতীয় বা তৃতীয় ডিভিশনে অনেক কমেছে, কিন্তু এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এটা চলতে থাকলে কোনোদিন ভালো ক্রিকেটার উঠে আসবে না।”
তিনি আরও বলেন, “আমি সদ্য দায়িত্ব নিয়েছি, কিন্তু এই ঘটনা গুরুত্ব দিয়ে দেখছি। কিছু পেলে অবশ্যই শাস্তি হবে—এটা এমন এক বিষয় যেখানে উদাহরণ তৈরি করতেই হবে।”
১১ এপ্রিল দুই অভিযুক্ত ব্যাটারকে একাডেমি মাঠে ডেকে আনা হয় এবং বিতর্কিত আউটগুলোর 'রিহার্সাল' করানো হয়। বিভিন্ন দিক থেকে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করা হয় আউটগুলো কতটা স্বাভাবিক ছিল।
বিশেষ করে মিনহাজুলের আউট ঘিরে সন্দেহ আরও গাঢ় হয়। বলটি সহজেই খেলতে পারতেন তিনি, এমনকি কিপারের ধীর প্রতিক্রিয়ার সুযোগ নিয়ে অনায়াসে পপিং ক্রিজে ফিরতে পারতেন, কিন্তু তাকে দেখে মনে হয়েছে ইচ্ছাকৃতভাবে ব্যাট সরিয়ে নিয়েছেন।
বিসিবি এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এ ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
আরআর/এসএন