‘মায়ায় জড়ানো এক নাম তা হলো তুমি’, অনন্তর জন্মদিনে বর্ষা
মোজো ডেস্ক 03:32PM, Apr 19, 2025
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বর্ষা। প্রযোজক, অভিনেতা এবং তার স্বামী অনন্ত জলিলের সঙ্গেই সিনেমায় অভিনয় করেন বর্ষা। অনন্ত-বর্ষা জুটি বেশ কয়েকটি সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। সিনেমা কিংবা সংসারে; সবখানেই তাদের বোঝপড়া অসাধারণ।
স্বামী অনন্ত জলিলের জন্মদিন উপলক্ষে ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন বর্ষা। লাল শাড়ি আর লাল গোলাপে সাজতে দেখা গেছে তাকে।
ফেসবুকে বর্ষা লিখেছেন, ‘গতকাল ছিল তার জন্মদিন।’ এটি লিখে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
তিনি আরও লেখেন, ‘সেজেছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। তারপর ভাবলাম কিছু ছবি তুলি।’
অনন্ত জলিলকে উদ্দেশ্য করে বর্ষা বললেন, ‘মায়ায় জড়ানো এক নাম তা হলো তুমি।’
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর এ জুটি ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।