ঈদে ‘সিকান্দার’ ছবিটি মুক্তির পর বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সালমান খানের ক্যারিয়ার নিয়ে তৈরী হয়েছে নতুন শংকা! বক্স অফিসের হিসেব-নিকেশ বলছে ছবিটা পুরোপুরি ব্যর্থ! নানা কটাক্ষের মাঝে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে ছবিটি। কিন্তু সমালোচকরা ইতিমধ্যে সালমানের ফিল্মি ক্যারিয়ার নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত।
এবার তাদের একহাত নিয়ে ‘টাইগারে’র হয়ে জবাব দিলেন ইমরান হাশমি। সম্প্রতি নিজের নতুন ছবি ‘গ্রাউন্ড জিরো’র প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন ইমরান হাশমি। সেখানেই ‘সিকান্দার’ সালমানের ব্যর্থতার প্রসঙ্গ উঠতেই ইমরান দাবি করেন, ‘আমার বিশ্বাস, নিজের ক্ষমতা ও অভিজ্ঞতার জোরেই সলমন খান আবার বাউন্স ব্যাক করবেন।’
সালমানের সঙ্গে সম্প্রতি কথা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘উনি এত দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, উনি জানেন সবকিছুরই ওঠাপড়া থাকে। দশ বছর আগে মানুষ শাহরুখ খানের সম্পর্কেও একই ধরনের কুকথা বলেছিলেন। কিন্তু সেসব ভুল প্রমাণিত হয়েছে। শাহরুখ খান আবার স্বমহিমায় ফিরে এসেছেন। আমার ধারণা, ওরা ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক বেশি জানেন। অনেক বেশিদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাকে কাছ থেকে দেখেছেন। হয়তো বর্তমান সময়টা তার হাতে নেই।’
এর পাশাপাশি ভাইজানের পক্ষ নিয়ে ইমরান বলেন, ‘সবসময় সবকিছু নিজের হাতে থাকে না। নিজের একশো শতাংশ দেওয়ার পরও ছবি সফল হয় না। এর অর্থ তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া নয়। বরং আমার বিশ্বাস সালমান তার ক্যারিশমা আর স্ক্রিন প্রেজেন্সের জোরে সব সমালোচনার জবাব দেবেন।’
প্রসঙ্গত, কয়েকদিন আগে এই একই বিষয়ে সালমানের হয়ে কথা বলেছিলেন বলিউডের আরেক সুপারস্টার অক্ষয় কুমার। বন্ধু সালমানের প্রশংসা করে তিনি মন্তব্য করেন, ‘টাইগার এখনও বেঁচে আছে, আর থাকবেও (জিন্দা হ্যায় অউর রাহেগা)। আর সালমানের মতো প্রাণোচ্ছ্বল ‘টাইগার’ জীবনে কখনও মরতে পারে না।’
আরএম/এসএন