বলিউড আলোচিত-সমালোচিত পরিচালক অনুরাগ কশ্যপ। কাজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন তিনি। যার কারণে এবার অনুরাগের পরিবারের নারীদের ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। লাগাম টানতে ক্ষমা চাইলেন পরিচালক।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনন্ত মহাদেবন পরিচালিত ‘ফুলে’ ছবি নিয়ে বিতর্কের সূত্রপাত। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১১ এপ্রিল। প্রতীক গান্ধী, পত্রলেখা অভিনীত ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার কারণে মুক্তির তারিখ পিছিয়ে হয়েছে ২৫ এপ্রিল। যাতে ক্ষুব্ধ হন অনুরাগ । ক্ষোভ ঝাড়েন সেন্সর বোর্ড এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে। যা শুনে রেগে আগুন ব্রাহ্মণ সম্প্রদায়ের। অনুরাগের যার জেরে তার এই ক্ষমাপ্রার্থনা।
প্রসঙ্গত, সমাজ সংস্কারক জ্যোতিরাও এবং সাবিত্রীবাই ফুলের জীবন এই ছবিতে দেখানো হচ্ছে। যেখানে বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দম্পতির লড়াই বর্ণিত হয়েছে। যা ব্রাহ্মণ সম্প্রদায়ের রোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিচালককে সামাজিক মাধ্যমে অপদস্থ করা হয়েছে। পাশাপাশি তার পরিবারের নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে অনুরাগ বলেন, আমি যা বলেছি তা নিয়ে কোনো আক্ষেপ নেই। বলা কথা ফিরিয়ে নেওয়ার উপায় নেই। আমি কথা ফিরিয়ে নিতে চাইও না। কেবল একটি বাক্য ছাড়া। ওই বক্তব্যটি অনেকেরই মনে হতে পারে অপ্রাসঙ্গিক। আমি কেবল ওই একটি বাক্যের কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, আমার বক্তব্যের কারণে আমার পরিবার-পরিজন সমস্যার মুখোমুখি হবেন— এটা কাম্য নয়।
‘ফুলে’ ছবিতে বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে এক দম্পতির লড়াই দেখানো হয়েছে যাতে রুষ্ট ভারতের ব্রাহ্মণ সম্প্রদায়। সেই ছবির মুক্তির পক্ষে কথা বলায় অনুরাগের দিকের ক্ষোভের তীর ছুড়ছেন তারা।
আরএম/এসএন