জনপ্রিয় পরিচালক দেবিদ ধাওয়ান আবার ফিরছেন তাঁর নিজস্ব মজার ও কনফিউশনে ভরপুর সিনেমার ম্যাজিক নিয়ে। আর এবার তাঁর সঙ্গে চতুর্থবারের মতো জুটি বাঁধতে চলেছেন ছেলে বরুণ ধাওয়ান।
ছবিটিতে বরুণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তিন নতুন নায়িকাকে— মৃণাল ঠাকুর, পূজা হেগড়ে ও মৌনী রায়কে। প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই তিন অভিনেত্রীকে, যা দর্শকদের জন্য এক নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে।
ছবিতে থাকছে প্রেম, ভুল বোঝাবুঝি এবং দুর্দান্ত কেমিস্ট্রির মিশেল। বরুণের সহজাত কমেডি টাইমিংয়ের সঙ্গে মৃণালের সংবেদনশীলতা, পূজার গ্ল্যামার ও মৌনীর রহস্যময় উপস্থিতি মিলিয়ে তৈরি হচ্ছে এক জমজমাট গল্প।
আন্তর্জাতিক পরিসরে ছবির শুটিং হবে স্কটল্যান্ডে। থাকছে দুটি আকর্ষণীয় গান, হাই-ভোল্টেজ চেজ সিকোয়েন্স এবং একগুচ্ছ মজার দৃশ্য।
ছবিতে আরও দেখা যাবে মনিশ পল, জিমি শেরগিল, চাঙ্কি পাণ্ডে, রাকেশ বেদী ও আলি আসগরকে, যারা ছবির কৌতুক মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করে তুলবে।
এর আগে 'ম্যায় তেরা হিরো', 'জড়ুয়া টু' এবং 'কুলি নাম্বার ওয়ান'–এই তিনটি হিট ছবি উপহার দিয়েছিল বাবা-ছেলের এই জুটি। নতুন ছবিটি সেই পুরনো কমেডি ঘরানারই আধুনিক পুনরাবৃত্তি হতে চলেছে।
বরুণ ধাওয়ান আগামী দিনে আরও কয়েকটি বড় প্রজেক্টে কাজ করছেন, যার মধ্যে রয়েছে 'বর্ডার টু', 'নো এন্ট্রি টু' এবং 'ভেড়িয়া টু'। প্রতিটি ছবিতেই তাঁকে ভিন্ন ঘরানার চরিত্রে দেখা যাবে।
এই নতুন কমেডি প্রজেক্ট নিয়ে বলিউডে ইতিমধ্যেই প্রত্যাশা তুঙ্গে। স্ল্যাপস্টিক ও স্মার্টনেসের মিশেল, রোমান্স ও হাসির খেলা—সব মিলিয়ে তৈরি হচ্ছে ২০২৫ সালের এক দারুণ বিনোদনমূলক প্যাকেজ।
এমআর/এসএন