পুলিশ ইউনিফর্মে আবার দেখা যাবে রানী মুখার্জিকে। ফিরছেন তাঁর জনপ্রিয় চরিত্র শিবানী শিবাজি রায়ের ভূমিকায়, যিনি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। যশরাজ ফিল্মসের ব্যানারে এবং অভিরাজ মিনাওয়ালার পরিচালনায় শুরু হয়েছে ‘মর্দানি ৩’-এর শুটিং।
এইবারের গল্প হতে চলেছে আগের যেকোনো কিস্তির তুলনায় আরও বেশি ব্যক্তিগত এবং আবেগময়। ছবির কেন্দ্রবিন্দুতে থাকবে এক তীব্র সামাজিক সংকট, যদিও নির্মাতারা বিষয়টি এখনো গোপন রেখেছেন।
চলতি শুটিং চলছে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে। এর আগে মার্চ মাসের ছাব্বিশ তারিখে ছবির শুটিং শুরু হয় ভিলে পার্লে এলাকার গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে। পরিচালক অভিরাজ এমন কিছু দৃশ্য শুট করছেন যা কাহিনির মোড় ঘুরিয়ে দেবে। থাকবে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এবং গভীর আবেগের ছোঁয়া।
প্রথম ‘মর্দানি’তে শিশু পাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন শিবানী শিবাজি রায়, দ্বিতীয় কিস্তিতে দেখা গিয়েছিল এক ভয়ংকর যৌন সহিংসতার প্রতিরোধ। এবারও উঠে আসবে এক বাস্তব ও গভীর সংকট— যা সমাজকে নাড়া দেবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।
এখনও পর্যন্ত ছবির খলনায়ক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। আগের দুই ছবিতে তাহির রাজ ভাসিন ও বিশাল জেঠওয়া যেমন ভয় ধরিয়েছিলেন দর্শকের মনে, এবারও দর্শক অপেক্ষায় রয়েছেন এমন একজন চ্যালেঞ্জিং প্রতিপক্ষের, যিনি আবার শিবানীর সামনে দাঁড়াবেন।
প্রত্যাশা অনুযায়ী ছবিটি মুক্তি পেতে পারে আগামী বছরের শুরুতে। ‘মর্দানি ৩’ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি এক সাহসী নারীর প্রতিকৃতি— যে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে লড়ে যায় শেষ পর্যন্ত।
এই লড়াই থামবে না, যতক্ষণ না বিচার প্রতিষ্ঠিত হয়। রানী মুখার্জি আবারও প্রমাণ করতে চলেছেন— ন্যায়ের পথে একজন নারীর কণ্ঠ কখনোই স্তব্ধ হয় না।
এমআর/এসএন