১৪ বছরেই আইপিএল মাতালেন সূর্যবংশী

মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল অভিষেকে ঝলক দেখালেন ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেই প্রথম বলেই হাঁকান ছক্কা। আর তাতেই গড়েন নতুন রেকর্ড—আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেকের। ভেঙে দেন প্রায়াস রায় বার্মানের আগের রেকর্ড (১৬ বছর ১৫৭ দিন)।

অধিনায়ক সাঞ্জু স্যামসনের ইনজুরিতে সুযোগ পাওয়া এই বাঁহাতি ব্যাটার শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। প্রথম ওভারের চতুর্থ বলেই এক্সট্রা কভার দিয়ে দুর্দান্ত ছক্কায় জানান দেন নিজের উপস্থিতি। ইনিংসে ২০ বলে ৩৪ রান করেন, হাঁকান ৩টি ছক্কা ও ২টি চার। ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে গড়েন ৮৫ রানের উদ্বোধনী জুটি।

আইপিএলের এবারের নিলামে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে থাকা সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান। এর আগেই রঞ্জি ট্রফিতে ১২ বছর ২৮৪ দিনে অভিষেক করে হয়েছিলেন প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

এই ক্ষুদে প্রতিভার রয়েছে আরও দারুণ কীর্তি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ বলে সেঞ্চুরি করে যুব টেস্টে দ্বিতীয় দ্রুততম শতরান করেন। ওই ইনিংসেই মাত্র ১৩ বছর ১৮৭ দিন বয়সে সেঞ্চুরি করে ভেঙে দেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর সর্বকনিষ্ঠ শতকের রেকর্ড।

বিহার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন নজরকাড়া এক ইনিংস—১৭৮ বলে অপরাজিত ৩৩২ রান, যেখানে ছিল ৪৮টি চার ও ১৫টি ছক্কা।

তবে স্বীকৃত ক্রিকেটে এখনও নিজেকে প্রমাণের অপেক্ষায় সূর্যবংশী। প্রথম শ্রেণির ৫ ম্যাচে করেছেন মাত্র ১০০ রান, আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ ম্যাচে ১৩২ রান। আইপিএলে এদিনই ছিল তার মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এরপরও যেভাবে শুরু করলেন, ভবিষ্যতের জন্য আশার বার্তাই দিলেন এই বিস্ময় প্রতিভা।

আরএ










Share this news on:

সর্বশেষ

img
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম Apr 20, 2025
img
যুক্তরাষ্ট্রে দামি পণ্যের পরিবহন স্থগিত করল ডিএইচএল এক্সপ্রেস Apr 20, 2025
img
চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িং বিমান Apr 20, 2025
img
স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি Apr 20, 2025
img
দ্বিতীয় সন্তান প্রসঙ্গে লজ্জায় লাল অভিষেক বচ্চন, ভিডিও ভাইরাল Apr 20, 2025
img
প্রেমিকার বয়স ২৭ নয়, পাসপোর্টে ৪৮! প্রেমিকের চোখ কপালে Apr 20, 2025
img
'যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন, তারা তো এলিয়েন' Apr 20, 2025
img
ভারত স্থগিত করল বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প Apr 20, 2025
img
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ Apr 20, 2025
img
ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয়: পরিকল্পনা উপদেষ্টা Apr 20, 2025