রাফিনিয়ার জোড়া গোলে নাটকীয় জয় বার্সেলোনার

চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হারের রেশ কাটেনি এখনও। এর মধ্যেই লা লিগায় ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়েছিল বার্সেলোনা। ৩-১ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে কাতালানরা।

শনিবার রাতে ৪-৩ গোলের জয় পেয়েছে বার্সা, যা শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে তাদের অনেকটাই চাঙ্গা করেছে।

এই জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬।

ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। শেষ মুহূর্তে সফল স্পট কিকেই নিশ্চিত করেন জয়ের ব্যবধান। অন্য দুটি গোল করেন ফেররান তোরেস ও ইনজুরি কাটিয়ে ফেরা দানি ওলমো। সেল্তার হয়ে হ্যাটট্রিক করেন বোর্হা ইগলেসিয়াস।

স্ট্যাটিসটিকসেও আধিপত্য ছিল বার্সেলোনার। ম্যাচে ৭২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা নেয় ১৮টি শট, যার মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। সেল্তা নেয় ১১ শট, যার আটটি ছিল টার্গেটে।

প্রথমার্ধে ১২ মিনিটেই মাঝমাঠ থেকে বল টেনে এনে দূরপাল্লার শটে দলকে এগিয়ে দেন ফেররান তোরেস। তবে তিন মিনিট পরই সেল্তার হয়ে সমতা ফেরান ইগলেসিয়াস। এরপর ৫২ ও ৬২ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

তবে এক গোল পিছিয়ে পড়ার পর বদলি হিসেবে ওলমো ও ইয়ামাল মাঠে নামার সঙ্গে সঙ্গে পাল্টে যায় ম্যাচের গতি। ওলমো নিজে এক গোল করেন এবং রাফিনিয়ার সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় আক্রমণভাগকে করে তোলেন ধারালো।

৬৮তম মিনিটে রাফিনিয়া গোল করে সমতা ফেরান। ম্যাচের অন্তিম সময়ে ওলমোর বিরুদ্ধে ফাউলের কারণে পেনাল্টি পায় বার্সা। ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত নিশ্চিত করেন রেফারি। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে গোল করে ম্যাচে জয়ের মোহর লাগান রাফিনিয়া।

এই ম্যাচে পাওয়া তিন পয়েন্ট শিরোপা দৌড়ে বার্সেলোনাকে যেমন উজ্জীবিত করবে, তেমনি শেষ বাঁশির পর খেলোয়াড়দের উদযাপনেই বোঝা যাচ্ছিল জয়টি ছিল কতটা প্রয়োজনীয়।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম Apr 20, 2025
img
যুক্তরাষ্ট্রে দামি পণ্যের পরিবহন স্থগিত করল ডিএইচএল এক্সপ্রেস Apr 20, 2025
img
চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িং বিমান Apr 20, 2025
img
স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি Apr 20, 2025
img
দ্বিতীয় সন্তান প্রসঙ্গে লজ্জায় লাল অভিষেক বচ্চন, ভিডিও ভাইরাল Apr 20, 2025
img
প্রেমিকার বয়স ২৭ নয়, পাসপোর্টে ৪৮! প্রেমিকের চোখ কপালে Apr 20, 2025
img
'যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন, তারা তো এলিয়েন' Apr 20, 2025
img
ভারত স্থগিত করল বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প Apr 20, 2025
img
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ Apr 20, 2025
img
ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয়: পরিকল্পনা উপদেষ্টা Apr 20, 2025