চলতি বছরে প্রথম টেস্টে ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নামজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় খাতায় ৩২ রান যোগ করতেই ওপেনিংয়ের দুই উইকেট হারিয়ে বসে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৭ রান। মমিনুল হক ৩ আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রানে অপরাজিত আছেন।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে আসেন মাহমুদুল হাসান জয় ও শাদমান ইসলাম। শুরুতে দেখেশুনে ব্যাট চালিয়েছিলেন দুই ওপেনার। ৮ ওভার পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তবে নবম ওভারে গিয়ে ভুল করে বসলেন শাদমান।
ভিক্টর নিয়াউচির বলে ড্রাইভ খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ১২ রান সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এক ওভার পর নিয়াউচির ভুলের মাশুল দেন জয়ও।
উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। আপাতত শুরুর ধক্কা সামাল দিতে ক্রিজে আছেন মমিনুল ও শান্ত। .
এসএন