তারকা সন্তানদের নিয়ে চর্চা নতুন নয়। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুর এখন নেটদুনিয়ার পছন্দের মুখ। ক্যামেরা দেখলেই হাসি, কখনও উড়ন্ত চুমু ছুঁড়ে দেওয়া—এই সব কাণ্ডে মুহূর্তে ভাইরাল হয়ে যায় রাহার ছবি ও ভিডিও। তবে সাম্প্রতিক এক ঘটনার পর সেই খোলামেলা প্রকাশের উপর টান দিচ্ছেন রাহার তারকা বাবা-মা।
সইফ আলি খানের উপর হামলার ঘটনার পর থেকেই মেয়েকে নিয়ে আরও বেশি সতর্ক হয়েছেন রণবীর-আলিয়া। এক অনুষ্ঠানে আলিয়া স্পষ্ট অনুরোধ জানান, রাহার ছবি যেন সংবাদমাধ্যম না তোলে। পাপারাজ্জিদের প্রতি সেই আবেদন জানানো হয় বিনয়ের সঙ্গেই।
এই বিষয়ে এবার মুখ খুললেন সইফের বোন ও অভিনেত্রী সোহা আলি খান। তিনি জানান, রাহাকে আড়ালে রাখার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন। পাশাপাশি নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন।
সোহা বলেন, “অবশ্যই, কুণাল (খেমু) আর আমিও এই নিয়ে আলোচনা করেছি। সৌভাগ্যবশত সংবাদমাধ্যমের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভাল ছিল। একটা ঘটনার কথা মনে আছে—আমি একবার ইনায়াকে সাঁতারে নিয়ে গিয়েছিলাম। ছবিশিকারিরা ছবি তুলছিলেন। আমি অনুরোধ করায় ওঁরা ছবি তোলা বন্ধ করে দেন।”
সোহা আরও বলেন, “আমি দেখেছি, নিষেধ করা হলে ওঁরা ছবি তোলেন না। এই সম্মানটুকু এখনও দেন। তবে হলিউডে কিন্তু এমনটা হয় না। আমরা সেই জায়গায় এখনও পৌঁছইনি।”
রণবীর-আলিয়ার মতো তিনিও মনে করেন, “আমরা তারকা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সন্তানেরা নয়। তাই ওদের উপরে এই লাইমলাইটের প্রভাব না পড়াই ভাল। যদিও এটা আমাদের জীবনের অঙ্গ, তবে সচেতন থাকা দরকার।”
এসএন