আবারও বিতর্কের কেন্দ্রে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তার নামে থাকা স্ট্যান্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার (HCA) এথিক্স অফিসার ও অম্বুডসম্যান বিচারপতি ভি ঈশ্বরাইয়া।
'ক্রিকবাজ'-এর প্রতিবেদন অনুযায়ী, আজহারের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনে লর্ডস ক্রিকেট ক্লাব—যা HCA-এর অধিভুক্ত ২২৬টি ক্লাবের একটি। অভিযোগ যাচাই-বাছাইয়ের পরই বিচারপতি ঈশ্বরাইয়া এই সিদ্ধান্ত দেন। পাশাপাশি স্টেডিয়ামের টিকিট থেকেও আজহারের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাকে।
বিতর্কের সূত্রপাত সেই সময় থেকেই, যখন আজহার হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন। অভিযোগ, সেই সময় নিজেই সভা পরিচালনা করে নিজের নামে স্ট্যান্ডের নামকরণ এবং টিকিটে নাম অন্তর্ভুক্তির অনুমোদন দেন তিনি। যা সরাসরি স্বার্থের সংঘাতের পর্যায়ে পড়ে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আজহার। তিনি বলেছেন, “স্বার্থের সংঘাতের কোনও ঘটনা ঘটেনি। আমি এত নিচে নামতে পারব না। ১৭ বছর ক্রিকেট খেলেছি, ১০ বছর অধিনায়ক ছিলাম। তারপর এই ব্যবহার সবাই দেখলে হাসবে।” তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিতর্কের ছায়া যেন ছাড়ছেই না ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তিকে।
এসএস/এসএন