১ রানের ব্যবধানে ২ উইকেট নেই বাংলাদেশের

সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে দেখেশুনেই শুরুটা করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। কিন্তু এরপর দুজনেই আউট হয়েছেন ৩১-৩২ রানের মাঝে। সফরকারী পেসার ভিক্টর নিয়াউচির বলে দুই টাইগার ওপেনারই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

এর আগে প্রথম স্পেলে জিম্বাবুয়ের দুই পেসার ব্লেসিং ‍মুজারাবানি ও রিচার্ড এনগারাবা তেমন কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেননি সাদমান-জয়ের জন্য। ফলে তাদের করা ৮ ওভারে আসে ২৪ রান। নবম ওভারে ভিক্টর নিয়াউচি আক্রমণে আসতেই স্বাগতিকরা পা হড়কায়। যদিও ডানহাতি এই পেসার প্রথম ৩ বলে এক নো বল–সহ ৭ রান খরচ করে বসেন।

চতুর্থ বলে নিয়াউচির অফ স্টাম্পের বেশ বাইরের লেংথে ফেলা ডেলিভারিতে ড্রাইভ খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন সাদমান। ২৩ বলে এক চারে ১২ রান আসে বাঁ-হাতি এই ওপেনারের ব্যাটে। এরপর মাঝে এক ওভার বিরতি দিয়ে আবারও আক্রমণে এসে দ্বিতীয় আঘাত হানেন নিয়াউচি। তার গুড লেংথের ষষ্ঠ স্টাম্পে করা বলটিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জয়। ডানহাতি এই ওপেনার করেছেন ১৪ রান।

শুরুতেই সৃষ্ট বিপদ সামলানোর গুরুদায়িত্ব এখন ক্রিজে আসা নতুন দুজনের ওপর। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে আছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। যদিও ইতোমধ্যে একবার জীবন পেয়েছেন মুমিনুল। তার গ্লাভস ছুঁয়ে জিম্বাবুয়ের উইকেটকিপারের হাতে গেলেও তিনি তালুবন্দী করতে পারেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১৪ ওভারে ২ ‍উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে। শান্ত ১২ ও মুমিনুল ৩ রানে ব্যাট করছেন।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশ টেস্ট দলের একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক শান্ত। তারা দুজনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টাইগারদের সর্বশেষ লাল বলের সিরিজে ছিলেন না। এ ছাড়া শেষ টেস্টের একাদশে থাকা জাকির হাসানের জায়গায় আজ খেলছেন সাদমান ইসলাম। টাইগারদের একাদশে আছেন ৩ পেসার।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে পেট্রোলবোমা হামলায় দগ্ধ সিএনজির দুই যাত্রী Apr 20, 2025
img
সুপারহিট তামান্নার‘ওডেলা ২’সিনেমা সুপারফ্লপ Apr 20, 2025
img
অনাথ শিশুকে উদ্ধার, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন দিশা পাটানির বোন Apr 20, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Apr 20, 2025
img
শুনানির জন্য প্রস্তুত এ টি এম আজহারের আপিল, সোমবার উপস্থাপন Apr 20, 2025
img
পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ Apr 20, 2025
img
আইএমএফ’র টাকা নিয়ে যা বললেন গভর্নর Apr 20, 2025
img
বিজয়ের স্বপ্ন পূরণ: ৫০ সেঞ্চুরির মাইলফলকে গড়লেন ইতিহাস Apr 20, 2025
img
নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব? Apr 20, 2025
img
ফিক্সিং তদন্ত শেষ হওয়ার আগেই টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ালেন মনি Apr 20, 2025