সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নরের সঙ্গে কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
মোজো ডেস্ক 02:58PM, Apr 20, 2025
সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে তাইফ অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা এবং বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কনসাল জেনারেল সৌদি আরবকে বাংলাদেশে বিনিয়োগের জন্য অবকাঠামো, উৎপাদন, জ্বালানি ও কৃষিভিত্তিক শিল্প খাত তুলে ধরেন।
সৌদি ভিশন ২০৩০ এবং অন্যান্য মেগা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। গভর্নর পর্যটন ও কৃষিখাতে সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-সৌদি দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটে। সাক্ষাৎ শেষে কনসাল জেনারেল গভর্নরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা গভর্নর সদয়ভাবে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে সফরের আগ্রহ প্রকাশ করেন।