নারী বিশ্বকাপ বাছাইয়ে সেরা দুইয়ে থেকে মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ নারী দল। আসরে দাপট দেখানো টাইগ্রেসদের দুই ক্রিকেটার এবার জায়গা পেয়েছে টুর্নামেন্টের সেরা একাদশে। তারা হলেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার।
এই দুজন ছাড়াও বল হাতে আলো ছড়ানো রাবেয়া খান আছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে। আজ রোববার (২০ এপ্রিল) নারী বিশ্বকাপ বাছাই পর্বের সেরা একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এই তালিকায় সর্বোচ্চ চারজন রাখা হয়েছে পাকিস্তান থেকে। তিন আছেন ওয়েস্ট ইন্ডিজের ও দুইজন স্কটল্যান্ডের।
আইসিসির সেরা একাদশ-
হাইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলী (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ), ফাতিমা সানা (পাকিস্তান), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাশরা সান্ধু (পাকিস্তান), সাদিয়া ইকবাল (পাকিস্তান)।
রিজার্ভ প্লেয়ার-
রাবেয়া খান (বাংলাদেশ)।
আরএম/টিএ