ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। কেউ কেউ তার বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরছেন।
এ অবস্থায় রোববার (২০ এপ্রিল) সকালে সেই ওসি নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে, প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’
এই স্ট্যাটাসের পর তার বিরুদ্ধে আরও বেশি সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও সদর থানার এই ওসি দ্বারা মানুষ নিষ্পেষিত হচ্ছিল। অবশেষে তাকে বদলি করা হয়েছে। এতে সবাই সন্তুষ্ট। তারপরও সে নিজেকে জাহির করতে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার বদলি হয়েছে বলে আমরা সন্তুষ্ট নই, অবিলম্বে তাকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় সংবাদকর্মীরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মামলা পরিচালনায় গাফিলতির অভিযোগ তুলেন।
সাংবাদিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন।
এরপর গেল শুক্রবার ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। শনিবার রাতে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশ বলে তাকে বদলি করা হয়।
এসএম/টিএ