সিলেট টেস্টে আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে শেষ বিকেলে ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে বাংলাদেশের বোলারদের শাসন করেছেন জিম্বাবুয়ে ব্যাটার বেনেট। ৬ চারের সাহায্যে ৩৭ বলে ৪০ রান তার। বেন কারেন অবশ্য টেস্টই খেলেছেন। ৪৯ বলে করেছেন ১৭ রান। বাংলাদেশ অধিনায়ক চার বোলার ব্যবহার করেও পাননি উইকেটের দেখা।
অন্যদিকে বাংলাদেশের হয়ে রান পাননি মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমসহ বড় নামেদের কেউই। দলের ব্যাটারদের এমন হতশ্রী পারফর্মম্যান্স নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন কথা বলেছেন। সেখানে শান্তর বলা নতুন ক্রিকেট খেলার প্রসঙ্গেও উঠেছে প্রশ্ন।
শান্ত বলেছিলেন আজ থেকে নতুন ধরণের ক্রিকেট খেলতে চান। সেটা স্মরণ করাতে সালাউদ্দিন বলেন, ‘ক্যাপ্টেন কী বলেছে সেটা আমি জানি না। তবে নতুন যেটা বললেন, আমি মনে করি ছেলেরা মানসিকভাবে নতুন অনেক কিছু চেষ্টা করেছে। নিজের উন্নতির ব্যাপারে তারা অনেক সচেতন। হয়তো আজ আমরা খারাপ খেলেছি। তার জন্য বলা যাবে না তারা চেষ্টা করছে না বা তাদের বড় হওয়ার ইচ্ছা নেই। এটা এখনই বলা যাবে না।'
সালাউদ্দিন আরো বলেন, ‘নতুন কিছু করতে চাচ্ছি আমরা। আরও ভালো যাতে হতে পারি। সেজন্য কাজ করছি। যেসব জায়গায় উন্নতি দরকার, চেষ্টা করছি করার। আজকে ব্যাটিং ভালো হয়নি। বোলিংও ভালো হয়নি। চেষ্টা করব এই জায়গা থেকে তাড়াতাড়ি ম্যাচে ফেরার।’
আরএম/টিএ