ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে রেখা এক জাদুকরী নাম। দেড়শোর বেশি সিনেমায় অভিনয়, জাতীয় পুরস্কার, পদ্মশ্রী— তার ক্যারিয়ার যেন অভাবনীয় সাফল্যে ভরপুর।
তবে আলোর নীচে ছায়ার গল্পও কম নয়। ব্যক্তিগত জীবন, প্রেম ও সম্পর্ক নিয়ে রেখার জীবনের গল্প যেন সিনেমাকেই হার মানায়। সত্তরের দশকে একাধিক অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়েছে।
অমিতাভ বচ্চনের সঙ্গে প্রেম নিয়ে চর্চা আজও থামেনি। তবে অমিতাভের বাইরেও রেখার জীবনে এসেছিলেন আরও কিছু পুরুষ— যেমন জিতেন্দ্র, বিনোদ মেহরা। জীতেন্দ্রর সঙ্গে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এরপর রেখার জীবনে আসেন বিনোদ।
'ঘর', 'জাল'-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। শোনা যায়, তাদের সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে গোপনে কলকাতায় গিয়ে বিয়ে করেছিলেন এই জুটি। বিনোদ রেখাকে নিয়ে যান নিজের বাড়িতে, কিন্তু সেখানেই শুরু হয় বিভেদ।
বলিপাড়ার গুঞ্জন, বিনোদের মা পুত্রবধূ হিসাবে রেখাকে মেনে নিতে পারেননি। রেখার অতীত, তার খোলামেলা ভাবনা, এবং বলিউডের গসিপ— সবই সমস্যা হয়ে দাঁড়ায়।
এক সাক্ষাৎকারে রেখা নিজেই বলেন, বিনোদের মা মনে করতেন, তিনি ‘অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষায়’ ভোগেন। শোনা যায়, গোপনে বিয়ের পর অভিনেত্রীকে গৃহপ্রবেশের দিন ধাক্কা দেওয়া হয়, এমনকি জুতোপেটাও করা হয় তাকে। অপমানিত রেখা কান্নায় ভেঙে পড়ে বেরিয়ে যান সেই বাড়ি থেকে।
এরপর দীর্ঘ সময় কোনও সম্পর্ক সামনে আসেনি। ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। কিন্তু ৬ মাসের মধ্যেই সেই সম্পর্কও ভেঙে যায়।
নিত্য অশান্তি ও মতবিরোধের জেরে রেখা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এই খবরে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেন মুকেশ।
এসএম/টিএ