ফুটবল বৈশ্বিক খেলা তাতে কোনো সন্দেহ নেই। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে এতদিন ৩২ দলের বেশি সুযোগ পায়নি। বিশ্ব মঞ্চের ছোঁয়া আরও বেশি করে দলের মধ্যে ছড়িয়ে দিতে সংখ্যা বাড়ানোর আলোচনা করছে ফিফা।
ইতিমধ্যে অবশ্য ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করার সব কিছু চূড়ান্ত হয়েছে।আগামী ২০২৬ বিশ্বকাপেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এত দল মাঠ মাতাবে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সংখ্যাটা আরও বাড়াতে আগ্রহী। আর তা হচ্ছে ৬৪ দলের।
ফিফা ২০৩০ বিশ্বকাপ থেকেই এত দল নিয়ে আয়োজন করতে চায়।কিন্তু এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কোনো মহাদেশ চাইলেও অন্যরা চাচ্ছে না। এমন প্রতিক্রিয়ার মধ্যেই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব জানিয়েছে, তারা ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুত।
জেদ্দায় ফর্মুলা ওয়ান দেখতে গিয়ে এমনটিই জানিয়েছেন আব্দুলআজিজ বিন তুর্কি আল-ফয়সাল।
সৌদি আরবে ক্রীড়া মন্ত্রী বলেছেন, ‘আমরা প্রস্তুত অথবা আমরা প্রস্তুত থাকব ইনশাল্লাহ। যদি ফিফা এই সিদ্ধান্ত নেয় এবং সবার জন্য ভালো মনে করে তাহলে খুশি মনেই আমরা বাস্তবায়ন করব।’ গত ডিসেম্বর একমাত্র বিডার হিসেবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পায় সৌদি আরব।
এমআর/টিএ