ম্যাচের শেষ মুহূর্তে, মাত্র ২০ সেকেন্ড বাকি থাকতে, বাংলাদেশের ফজলে হোসেন রাব্বি গোল করেন। যা দলকে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় এনে দেয়। এই গোলের মাধ্যমে বাংলাদেশ এএইচএফ কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে পরাজিত করে। আধুনিক হকিতে, শেষ মুহূর্তেও ম্যাচের ফলাফল পরিবর্তন হতে পারে, এবং এই ম্যাচে সেটাই প্রমাণিত হয়েছে।
প্রথম কোয়ার্টারে দুই দলের কেউই গোল করতে পারেনি। ২৫ মিনিটে ওবায়দুল ইসলাম জয় ফিল্ড গোল করে বাংলাদেশকে লীড এনে দেন। তিন মিনিট পর সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়া ফিল্ড গোল করে খেলায় ফিরে আসে।
তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে ইন্দোনেশিয়ায় আরেক গোল করে ম্যাচ সমতা আনে। এর পর দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। আর তাতে শেষ হাসি হেসেছে বাংলাদেশই।
আজকের খেলাটি ছিল মাঠের বাইরে ডাগ আউটেরও লড়াই। বাংলাদেশের সাবেক মালয়েশিয়ান কোচ গোপীনাথান ইন্দোনেশিয়ার কোচ। দেশের অন্যতম শীর্ষ কোচ মামুনুর রশীদ নয় বছর পর আবার জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত মামুনুর রশীদই কষ্টার্জিত জয় পেয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন প্রথম গোলদাতা ওবায়দুল হাসান জয়।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২২ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ এর পরের দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনাল নিশ্চিতের পাশাপাশি এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ এশিয়া কাপ হকির বাছাইয়ের এই টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যম্পিয়নের রেকর্ড রয়েছে।
আরএম/টিএ