বাংলাদেশকে প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে দেখে ইউনেস্কো
মোজো ডেস্ক 09:37AM, Apr 21, 2025
২০২৫-২০২৯ মেয়াদে ইউনেস্কোর মহাপরিচালক পদে মেক্সিকোর প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনা গতকাল রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশে মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস উপস্থিত ছিলেন।
গাব্রিয়েলা রামোস পাতিনা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশকে ইউনেস্কোর জন্য একটি প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, "আপনার দায়িত্ব গ্রহণ শুধু বাংলাদেশ নয়, বরং সারাবিশ্বে স্বচ্ছ ও নৈতিক প্রশাসনে বিশ্বাসীদের জন্যও আশা জাগানিয়া।"
অধ্যাপক ইউনূস গাব্রিয়েলার সফর ও প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, "আমরা একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"
দুই পক্ষ বাংলাদেশ ও মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও জলবায়ু সহনশীলতায় সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।